Howrah News: ভয়ঙ্কর কাণ্ড, ব্যাঙ্ক ম্যানেজার সেজে গ্রাহককে ফোন! মুহূর্তে ফাঁকা হল অ্যাকাউন্ট

Last Updated:

ব্যাঙ্ক জালিয়াতির শিকার বৃদ্ধ ও তাঁর দু'টি অ্যাকাউন্ট থেকে খোয়া গেল টাকা।

+
প্রতারিত

প্রতারিত বৃদ্ধ

#হাওড়া: এবার ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলেন সত্তরোর্ধ্ব এক ব্যক্তি। উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের ঘরভাঙ্গা বাসুদেবপুর নিবাসী সমীর দাসের কাছে বুধবার সকাল ১০ টা নাগাদ ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে যিনি কথা বলেন নাম জানান, অনুপ সরকার। নিজেকে ইউকো ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেন তিনি। সমীর দাসের দাবি, 'সব জেনেশুনে কেন যে সব তথ্য শেয়ার করে ফেললাম, নিজে বুঝেই উঠতে পারছি না এখন। সেই সময়ে কী যে হল! জেনে শুনেই নিজে ভুল করে ফেললাম।'
ঠিক কী হয়েছিল? বুধবার তখন সকাল ১০ টা হবে। অন্যান্য দিনের মতো বাড়ির কাজ করছিলেন সমীরবাবু। হটাৎই একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। কথা বলে তিনি জানতে পারেন ইউকো ব্যাঙ্ক থেকে ফোন করেছেন ম্যানেজার। সমীরবাবু জানান, 'আমাকে জানালেন আপনার কেওয়াইসি (kyc)-র জন্য এবং এটিএম কার্ডের বিষয়ে ফোন করেছেন। কথা বলতে বলতে নানা ভাবে বুঝিয়ে বললেন তিনি এখনই অনলাইনে ব্যবস্থা করে দেবেন তাহলে ব্যাংকে লাইনে দাঁড়াতে হবে না।'
advertisement
আরও পড়ুন: শীত পড়তেই বাজারে 'কারও পৌষ মাস কারও সর্বনাশ', ৫-১০ টাকায় মিলছে সবজি!
ফোনে বলা হয়, ব্যাঙ্কে গিয়ে লাইনে না দাঁড়িয়ে ব্যাঙ্কে বললেই এটিএম কার্ড পেয়ে যাবেন। নানা ভাবে বুঝিয়ে প্রায় দু'ঘন্টা ফোনে কথা বলেন তিনি। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটিএম কার্ড নম্বর দিতে থাকেন। যদিও সেই মুহূর্তে সমীর বাবুর স্ত্রী গীতা দাস বাধা দিয়েছিলেন, কিন্তু স্ত্রীকে সমীরবাবু জানান তাঁর ফোনে মেসেজ আসছে যে মেসেজ ইউকো ব্যাঙ্কের মেসেজ। তাই তিনি ব্যাঙ্কের কর্মী বিশ্বাস করেই সব কিছু শেয়ার করছেন। ফোনের ওই প্রান্তে থাকা ব্যক্তি বুঝিয়ে সমীরবাবুর ইউকো ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের নানা তথ্য হাতিয়ে নেয়।
advertisement
advertisement
আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
সব কিছু তথ্য শেয়ার করার পর ঠিক দশ মিনিট পরই তাঁর কাছে একের পর এক মেসেজ আসতে থাকে। সমীর বাবু দেখেন মেসেজগুলি টাকা তুলে নেওয়ার মেসেজ, তখন সমীরবাবু বুঝতে পারেন তিনি কী ভুল করে ফেলেছেন, ততক্ষণে আর কিছু করার নেই। সমীর বাবু দেখেন তাঁর ইউকো ব্যাঙ্কের বই থেকে দুই দফায় মোট ঊনত্রিশ হাজার এবং স্টেট ব্যাঙ্ক বাউড়িয়া শাখার পাশ বই থেকে কাটা গেছে পঁচিশ হাজার টাকা। তাঁর দুইটি ব্যাঙ্ক একাউন্ট থেকে মোট খোয়া গেছে প্রায় ঊনপঞ্চাশ হাজার টাকা। এর পরেই তিনি বুঝতে পারেন যে প্রতারিতর শিকার হয়েছেন তিনি। তিনি দৌড়ে যান দুটি ব্যাঙ্কের শাখায়। কথা বলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে।
advertisement
পরে তিনি ওই দিন বিকালে উলুবেড়িয়ার রাজাপুর থানায় ঘটনার বিস্তারিত জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে সমীর বাবু জানান, বৃহস্পতিবার তিনি হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম শাখাতেও একটি অভিযোগ জানাবেন। পাশাপাশি তিনি আরও বলেন, তিনি প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে দৌড়ে যান ব্যাঙ্কে এবং বন্ধ করেন তার দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Howrah News: ভয়ঙ্কর কাণ্ড, ব্যাঙ্ক ম্যানেজার সেজে গ্রাহককে ফোন! মুহূর্তে ফাঁকা হল অ্যাকাউন্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement