নক্কারজনক: বিয়ে নিয়ে সমস্যা, তান্ত্রিক কালাজাদুতে সমাধান করতে গিয়ে দেখতে চাইল যৌনাঙ্গ!

Last Updated:

অন্ধবিশ্বাসের জেরে চরম পরিণতি

#নয়াদিল্লি: কখনও রাম রহিম, কখনও চিন্ময়ানন্দ বিভিন্ন সময়েই স্বঘোষিত ধর্মগুরুদের হাতে নারীরা নিগৃহীত হন ৷ শুধু এরকম বড় স্তরেই নয়, ছোটখাটো জায়াগাতেও এই ঘটনা ঘটে ৷ দিল্লিতে ঘটেছে এক নক্কারজনক ঘটনা ৷ এক মহিলা নিজের বিয়ের সমস্যা নিয়ে গিয়েছিলেন এরকমই স্বঘোষিত স্থানীয় ‘বাবা’-র কাছে ৷ সেখানেই কালাজাদুর নাম করে মহিলার যৌন হেনস্তা করা হয় ৷
কালাজাদুর এই খবর সামনে আসতে চমকে গিয়েছেন সকলেই ৷ মহিলাকে সমস্যা থেকে মুক্তি দিতে তাঁর যৌনঙ্গের ছবি চান সেই বাবা ৷ দক্ষিণ দিল্লিতে এই ঘটনা ঘটে ৩২ বছরের এক মহিলার সঙ্গে ৷ মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন তিনি নিজের ব্যক্তিগত জীবনের সমস্যায় জেরবার হয়ে মুক্তির উপায় জানতে ওই ব্যক্তির কাছে গিয়েছিলেন ৷ তিনি সেই সময় ওই মহিলার সুযোগ ওঠানোর চেষ্টা করেন ৷
advertisement
advertisement
ভদ্রমহিলা জানিয়েছেন পাঁচ মাস আগে নিজের মায়ের সঙ্গে ওই ব্যক্তির কাছে গিয়েছিলেন নিজের জন্মপত্রিকা বিচার করাতে ৷ বিয়ের নিয়ে সমস্যায় থাকা পরিবার এর প্রতিকার জানতে চেয়েছিলেন ৷ সেই স্বঘোষিত তান্ত্রিক জানিয়েছিলেন ভালো বর খুঁজে দিতে পারবেন ৷ এর কিছুদিনের মধ্যেই ওই বাবা মেয়েটিকে ফোন করেন ৷ সঙ্গে তাঁকে তাঁর বায়োডাটা ও ছবি আনতে বলেন ৷ এই অবধিও মেয়েটি বুঝতে পারেননি তাঁর জন্য কত বড় বিপদ অপেক্ষা করে রয়েছে ৷
advertisement
এরপর মেয়েটির কাচে আবার একটি ফোন আসে ৷ অজানা সেই ব্যক্তি জানা মেয়েটির বিয়ে সংক্রান্ত সমস্যা তিনি দূর করতে পারেন ৷ তাঁরে প্রশ্ন করতে থাকেন নানারকম, মেয়েটিও জানিয়েছিল সে কোনও সম্পর্কে জড়িত নয় ৷ তারপর বলা হয় ছবি পাঠাতে , সেখানে তাঁরা দেখবেন মেয়েটির ওপর কোনও রকম ব্ল্যাকম্যাজিক করা হয়েছে কিনা ৷ এরপর তাঁকে বলা হয় নিজের যৌনাঙ্গের ছবি পাঠাতে যাতে সঠিকভাবে বিচার করা যায় ৷ আর ছবূি কীরকম হবে তা বোঝাতে মেয়েটিকে অন্য এক মহিলার যৌনাঙ্গের ছবিও পাঠানো হয় ৷ এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নক্কারজনক: বিয়ে নিয়ে সমস্যা, তান্ত্রিক কালাজাদুতে সমাধান করতে গিয়ে দেখতে চাইল যৌনাঙ্গ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement