নক্কারজনক: বিয়ে নিয়ে সমস্যা, তান্ত্রিক কালাজাদুতে সমাধান করতে গিয়ে দেখতে চাইল যৌনাঙ্গ!

Last Updated:

অন্ধবিশ্বাসের জেরে চরম পরিণতি

#নয়াদিল্লি: কখনও রাম রহিম, কখনও চিন্ময়ানন্দ বিভিন্ন সময়েই স্বঘোষিত ধর্মগুরুদের হাতে নারীরা নিগৃহীত হন ৷ শুধু এরকম বড় স্তরেই নয়, ছোটখাটো জায়াগাতেও এই ঘটনা ঘটে ৷ দিল্লিতে ঘটেছে এক নক্কারজনক ঘটনা ৷ এক মহিলা নিজের বিয়ের সমস্যা নিয়ে গিয়েছিলেন এরকমই স্বঘোষিত স্থানীয় ‘বাবা’-র কাছে ৷ সেখানেই কালাজাদুর নাম করে মহিলার যৌন হেনস্তা করা হয় ৷
কালাজাদুর এই খবর সামনে আসতে চমকে গিয়েছেন সকলেই ৷ মহিলাকে সমস্যা থেকে মুক্তি দিতে তাঁর যৌনঙ্গের ছবি চান সেই বাবা ৷ দক্ষিণ দিল্লিতে এই ঘটনা ঘটে ৩২ বছরের এক মহিলার সঙ্গে ৷ মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন তিনি নিজের ব্যক্তিগত জীবনের সমস্যায় জেরবার হয়ে মুক্তির উপায় জানতে ওই ব্যক্তির কাছে গিয়েছিলেন ৷ তিনি সেই সময় ওই মহিলার সুযোগ ওঠানোর চেষ্টা করেন ৷
advertisement
advertisement
ভদ্রমহিলা জানিয়েছেন পাঁচ মাস আগে নিজের মায়ের সঙ্গে ওই ব্যক্তির কাছে গিয়েছিলেন নিজের জন্মপত্রিকা বিচার করাতে ৷ বিয়ের নিয়ে সমস্যায় থাকা পরিবার এর প্রতিকার জানতে চেয়েছিলেন ৷ সেই স্বঘোষিত তান্ত্রিক জানিয়েছিলেন ভালো বর খুঁজে দিতে পারবেন ৷ এর কিছুদিনের মধ্যেই ওই বাবা মেয়েটিকে ফোন করেন ৷ সঙ্গে তাঁকে তাঁর বায়োডাটা ও ছবি আনতে বলেন ৷ এই অবধিও মেয়েটি বুঝতে পারেননি তাঁর জন্য কত বড় বিপদ অপেক্ষা করে রয়েছে ৷
advertisement
এরপর মেয়েটির কাচে আবার একটি ফোন আসে ৷ অজানা সেই ব্যক্তি জানা মেয়েটির বিয়ে সংক্রান্ত সমস্যা তিনি দূর করতে পারেন ৷ তাঁরে প্রশ্ন করতে থাকেন নানারকম, মেয়েটিও জানিয়েছিল সে কোনও সম্পর্কে জড়িত নয় ৷ তারপর বলা হয় ছবি পাঠাতে , সেখানে তাঁরা দেখবেন মেয়েটির ওপর কোনও রকম ব্ল্যাকম্যাজিক করা হয়েছে কিনা ৷ এরপর তাঁকে বলা হয় নিজের যৌনাঙ্গের ছবি পাঠাতে যাতে সঠিকভাবে বিচার করা যায় ৷ আর ছবূি কীরকম হবে তা বোঝাতে মেয়েটিকে অন্য এক মহিলার যৌনাঙ্গের ছবিও পাঠানো হয় ৷ এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নক্কারজনক: বিয়ে নিয়ে সমস্যা, তান্ত্রিক কালাজাদুতে সমাধান করতে গিয়ে দেখতে চাইল যৌনাঙ্গ!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement