বাড়ির তলায় পুরনো ভাড়াটের দেহ পুঁতে উধাও মালিক! তদন্তে পুলিশ

Last Updated:
#গাজিয়াবাদ: ৯ই অক্টোবর থেকে নিঁখোজ ছিলেন আইনের ছাত্র গজিয়াবাদবাসী পঙ্কজ সিং৷ তার ভাই থানায় অভিযোগ দায়ের করেন৷ তবে ছাত্রের এমন আকস্মিক ভাবে হারিয়ে যাওয়ার কারণ নিয়ে চিন্তায় পড়ে পুলিশও৷ সন্দেহ গিয়ে পড়ে পুরনো বাড়ির মালিকের ওপর৷ কারণ বেশ কিছুদিন ধরেই পুরনো মালিক পঙ্কজকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন বলে জানা যায়৷ তারপরই পুরনো বাড়িওয়ালার বাড়িতে গিয়ে হাজির হয়ে পুলিশ৷ দেখা যায় সেই বাড়িতে নতুন করে উঠোন তৈরি হয়েছে৷ যা দেখে সন্দেহ আরও বাড়ে৷ সেখান থেকে খুঁড়ে বার করা হয় ছাত্রের দেহ৷
সূত্রের খবর একটি সাইবার ক্যাফে চালাতেন পঙ্কজ৷ এছাড়াও তিনি অনেক প্রাইভেট টিউশন করতেন৷ পঙ্কজের পয়সার ওপর নজর ছিল বাড়িওয়ালার৷ কম পয়সা সেই সাইবার ক্যাফে পঙ্কজের থেকে খুব কম পয়সায় কিনতেও চেয়েছিলেন বাড়ির মালিক৷ সেই থেকে শুরু সংঘাতের৷ তারপর পঙ্কজকে খুন করে মাটির তলায় পুঁতে দেয় বাড়ির মালিক৷ এমনই অভিযোগ উঠেছে৷ আপাতত তাদের খোঁজ চলছে৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বাড়ির তলায় পুরনো ভাড়াটের দেহ পুঁতে উধাও মালিক! তদন্তে পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement