• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • রক্তে ভেসে যাচ্ছে বিছানার চাদর- তিন বছরের শিশু কন্যার ধর্ষক খোদ বাবা !

রক্তে ভেসে যাচ্ছে বিছানার চাদর- তিন বছরের শিশু কন্যার ধর্ষক খোদ বাবা !

Image for Representation. (News18 Creative)

Image for Representation. (News18 Creative)

 • Share this:

  #গুরগাঁও : নিজেরই তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করল বাবা ৷ শুক্রবার  শিশুর মায়ের করা অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ ৷

  ঘটনাটি অবশ্য প্রায় মাস খানেক আগের ৷ মত্ত স্বামীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন নিগৃহীত শিশুটির মা এমনটাই জানিয়েছেন অ্যাসিসটেন্ট কমিশনার অফ পুলিশ শামসের সিং ৷

  ঝগড়ার পর নিজের এক বছরের শিশু কন্যাকে নিয়ে আত্মীয়ের বাড়িতে চলে যান মহিলা৷ ঘরে রেখে যান নিজের তিন বছরের বড় মেয়েকে ৷ পরের দিন সকাল দশটা নাগাদ তিনি যখন বাড়ি আসেন তখন দেখতে পান ঘরের বিছানার চাদর রক্তে ভেসে যাচ্ছে ৷ আর সেখানেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তাঁর মেয়ে ৷

  সেসময় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত বাবা ৷ মায়ের অভিযোগের ভিত্তিতে  কেস রেজিস্ট্রার করে পুলিশ ৷ পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার আরও জানিয়েছন , ‘‘মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মেডিক্যাল চেকআপের পর চিকিৎসকরা জানিয়েছে মেয়েটির যৌন হেনস্তা হয়েছে ৷ মেয়েটির অবস্থা আশঙ্কাজনক ৷ তাই দিল্লির সফদারজঙ্গ হাসপাতালে তাঁকে রেফার করা হয়েছে ৷ ’’

  আরও পড়ুন - রজনীকান্ত হিরো, ভিলেন অক্ষয় ! কেমন হল 2.0 ? দেখুন #Review

  অভিযুক্তকে POCSO  আইন ও আরও যে ধারাগুলিতে ধর্ষণের কেস দায়ের হয় তার অধীনেই গ্রেফতার করা হয়েছে ৷ ধর্ষণে অভিযুক্ত বাবা উত্তরপ্রদেশের কাসগঞ্জের বাসিন্দা ৷

  First published: