EXCLUSIVE: ভিন রাজ্যে পড়ুয়ার রহস্যমৃত্যু, তদন্তভার হাতে নিতে চলেছে সিআইডি
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগে ডাক্তারি পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে গিয়ে হস্টেলের ছাদ থেকে পড়ে ১৭ জুলাই মৃত্যু হয় কলকাতার নেতাজিনগরের বাসিন্দা ১৭ বছরের রীতি সাহার।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ভিন রাজ্যে পড়ুয়ার রহস্যমৃত্যু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রীতি সাহার টালিগঞ্জের নেতাজিনগরের বাড়িতে সোমবার সন্ধ্যায় যায় সিআইডির টিম। অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগে ডাক্তারি পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে গিয়ে হস্টেলের ছাদ থেকে পড়ে ১৭ জুলাই মৃত্যু হয় কলকাতার নেতাজিনগরের বাসিন্দা ১৭ বছরের রীতি সাহার।
রবিবার রীতির বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন ভিন রাজ্যে বিশেষ তদন্তকারী দল পাঠিয়ে ঘটনার তদন্ত করা হবে। ইতিমধ্যেই নেতাজিনগর থানায় খুনের মামলা দায়ের করেন রীতির বাবা শুকদেব সাহা। সূত্রের খবর, ঘটনাটি ভিন রাজ্যের হওয়ায় ঘটনার তদন্তভার হাতে নিতে চলেছে সিআইডি। তার আগে ঘটনার বিস্তারিত খোঁজ নিতে রীতির বাড়িতে যায় সিআইডির টিম।
advertisement
advertisement
পরিবারের সঙ্গে দেখা করলেন সিআইডির হোমিসাইডের পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল। রবিবার টালিগঞ্জ এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস যান রীতি সাহার বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। এরপরই অরূপ বিশ্বাসের ফোনের মাধ্যমেই রীতির বাবা শুকদেব সাহার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই বিশেষ তদন্তকারী দল ভিন রাজ্যে গিয়ে তদন্ত করবে বলে শুকদেব বাবুকে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সরকার সাহা পরিবারের পাশে থাকবে বলেও রীতির বাবাকে জানান মুখ্যমন্ত্রী। এরপরই সোমবার সন্ধেয় প্রায় দেড় ঘন্টা ঘটনার বিস্তারিত খোঁজখবর নিতে রীতির নেতাজিনগরের বাড়িতে ভবানী ভবন থেকে সিআইডির তদন্তকারীরা হাজির থেকে সাহা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সিআইডি সূত্রের খবর, চলতি সপ্তাহেই ভিন রাজ্যে ঘটনার তদন্তে রওনা দেবে বিশেষ তদন্তকারী দল।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2023 8:30 AM IST









