নজরে সেই Leaps & Bounds ! কালীঘাটের কাকুর অফিসে তল্লাশি অভিযান ইডির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
ম্যারাথন তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ইডি বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা তদন্ত নেমে একাধিক তথ্য হাতে পেয়েছে। সোমবার ইডির তদন্তকারী অফিসার-সহ আট জনের টিম নিউ আলিপুরের যে অফিসে উচ্চপদে কাজ করতেন সেই Leaps & Bounds-এর অফিসে তল্লাশি অভিযান চালায়। ম্যারাথন তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ইডি বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।
এই প্রথম এই অফিসে তল্লাশি চালায় ইডি । নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর SD Consultancy-র অ্যাকাউন্ট থেকে Leaps & Bounds-এর অ্যাকাউন্টে ধাপে ধাপে ৯৫ লক্ষ ১ হাজার টাকার লেনদেনের হদিস পেয়েছে ইডি। এই লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতেই একসময় শীর্ষ পদে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেই সময় সুজয় কৃষ্ণ ভদ্রের এসডি কনসালটেন্সির অ্যাকাউন্ট থেকে Leaps & Bounds কোম্পানিতে বেশ কয়েক দফায় ৯৫ লক্ষ ১ হাজার টাকার লেনদেন হয়েছে বলে ইডি জেনেছে।
advertisement
advertisement
একটি নামকরা নির্মাণ সংস্থার সঙ্গে আবাসনের জানালার অ্যালুমিনিয়াম সরবরাহকারী হিসেবে একটি চুক্তিও করে সুজন কৃষ্ণ ভদ্রের সংস্থা। এই সংস্থাই Leaps & Bounds-এর অ্যাকাউন্টে ৯৫ লক্ষ এক হাজার টাকা দিয়েছে বলে দাবি ইডির। নিয়োগ দুর্নীতি কাণ্ডের কালো টাকা সাদা করার জন্যই কি কালীঘাটের কাকু বেশ কিছু সংস্থার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন? কেন সুজয়কৃষ্ণ ভদ্রের কোম্পানি থেকে Leaps & Bounds কোম্পানিতে টাকা লেনদেন করা হল? লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানি থেকে পদত্যাগ করার পরও প্রভাব খাটিয়ে কালীঘাটের কাকুর যোগ সূত্র ইডির তদন্তে সামনে এসেছে বলেও জানা গিয়েছে।
advertisement
নানান বিষয়ের উত্তর পেতেই ইডির তদন্তকারীরা এদিন তল্লাশি অভিযান চালান। নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকেই কালীঘাটের কাকু তাঁর সংস্থার অফিস পরিচালনা করতেন বলেও জানতে পেরেছে ইডি। Leaps & Bounds কোম্পানি থেকে পদত্যাগ করার পরও কোন ব্যবসায়িক স্বার্থে কালীঘাটের কাকু Leaps & Bounds Pvt. Ltd. Co. -র সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তাও খতিয়ে দেখছে ইডি।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 7:10 AM IST