হোম /খবর /ক্রাইম /
সাইবার দুষ্কৃতী হানায় জেরবার, নতুন করে নাকাল হলেন লক্ষ্মীরতন শুক্লা

সাইবার দুষ্কৃতী হানায় জেরবার, নতুন করে নাকাল হলেন লক্ষ্মীরতন শুক্লা

লক্ষ্মীরতন শুক্লার ছবি থাকলেও সেখানে নাম দেখা যায় সৈয়দ তৌসিফ নকভি এবং পাকিস্তানের বাসিন্দা হিসাবে সেখানে তাঁর নামের পরিচয় পাওয়া যায় |

  • Last Updated :
  • Share this:

#হাওড়া: এবার সাইবার দুষ্কৃতীদের হানায় পড়লো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও হাওড়ার বিধায়ক ও প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লা ট্যুইটার অ্যাকাউন্টে | যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে | লক্ষী রতন শুক্লার তরফে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে | লক্ষ্মীরতন শুক্লার দাবি রবিবার রাতে তার কিছু সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড তাকে এই খবর জানায় যে তার ছবি সহ এক পাকিস্তানি যুবকের নাম দেখা গেছে | তারপরেই রাতেই সেই ট্যুইটার হ্যান্ডেল চেক করতে গিয়ে লক্ষ্মীরতন শুক্লা দেখে ঘটনাটি একেবারেই সত্যি |

বারবার নতুন নাম বদলানোর চেষ্টা করলেও  কার্যকর হয়নি বলে দাবি করেছেন লক্ষ্মীরতন শুক্লা | লক্ষ্মীরতন শুক্লার ছবি থাকলেও সেখানে নাম দেখা যায় সৈয়দ তৌসিফ নকভি এবং পাকিস্তানের বাসিন্দা হিসাবে সেখানে তাঁর নামের পরিচয় পাওয়া যায় | ঘটনাটি নজরে আসতে রবিবার রাতেই পুলিশ কমিশনার কে জানানোর পর সোমবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীরতন শুক্লা | ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ এর সাইবার ক্রাইম বিভাগ |তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা বা  সন্দেহভাজন ব্যক্তির পরিচয় নাগালে আসেনি পুলিশের |

অন্যদিকে নিজের ট্যুইটার হ্যান্ডেল কে ব্যবহার করতেও পারছেন না লক্ষ্মীরতন শুক্লা | পুলিশ সূত্রের খবর হাওড়া উত্তরের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা বা ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার যে টুইটার হ্যান্ডেল সেটিকে হ্যাক করা হয়েছে এবং সেটি হ্যাক হয়েছে শুধু পাকিস্তানের থেকে | এই ঘটনার তদন্তে তরকারি রাজ্যের গোয়েন্দা বিভাগ অথবা ভারতীয় কোন তদন্তকারী সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করা হবে | শুধু যে লক্ষ্মীরতন শুক্লা তা নয় হাওড়া সিটি পুলিশের সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে খবর | লক্ষ্মীরতন শুক্লার টুইটার এবং হাওড়া সিটি পুলিশের সাব-ইন্সপেক্টর এর ফেসবুক থেকে বিভিন্ন রকম পোস্ট করা হচ্ছে | পুলিশ বা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যাক  হওয়ার ঘটনায় কোমর বেঁধে তদন্তে নেমেছে পুলিশ |  শহরের বুকে এরকম সাইবার দুষ্কৃতী হানায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে |

Debasish Chakraborty

Published by:Debalina Datta
First published:

Tags: Crime, Cyber Crime, Kolkata, Laxmi ratan shukla