Electric Bill Fraud: 'বিদ্যুতের বিল ডিউ', শহরতলিতে বিল দেওয়ার নামে ভয়ঙ্কর কাণ্ড, না জানলে শিকার হবেন আপনিও
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Electric Bill Fraud: শহরতলিতে বিদ্যুতের বিল দেওয়ার নাম করে চলছে প্রতরণা চক্র।
নোদাখালি: শহরতলিতে বিদ্যুতের বিল দেওয়ার নাম করে চলছে প্রতরণা চক্র। ফোন করে বলা হচ্ছে বিদ্যুতের বিল ডিউ রয়েছে, সেটা পেমেন্ট করতে হবে। এরপর সেই টাকা পেমেন্ট করতে গেলে ফাঁকা হচ্ছে আ্যকাউন্ট। সম্প্রতি নোদাখালিতে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে গিয়ে এই ঘটনা ঘটেছে।
প্রতারণার শিকার হয়েছেন তথ্য সংস্কৃতি দফতরের অস্থায়ী সংগীত শিল্পী কল্যান দাস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খুইয়েছেন প্রায় ৮ লক্ষ ৫২ হাজার টাকা। কল্যাণ দাসের অভিযোগ, তার কাছে একটি ফোন আসে বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, বিল পেমেন্ট না করলে তাদের বাড়ির বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হবে। পরের দিন সেই নম্বরে ফোন করে বিল পেমেন্ট করার কথা বললে তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তারপরে তিনি সমস্ত তথ্য দেওয়ার পরেই ওটিপি শেয়ার করেন।
advertisement
আরও পড়ুনঃ সিবিআই হানার মধ্যেই মুর্শিদাবাদে হাজির বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ব্যাপারটা কী?
অভিযোগ, এই ঘটনার পরেই শিল্পীর অ্যাকাউন্ট থেকে প্রথমে ৪ লক্ষ ৭৭ হাজার টাকা এবং পরবর্তীতে তার দুটি ফিক্সট ডিপোজিট থেকে দেড় লক্ষ ও ২ লক্ষ ২৪ হাজার ৬০০ টাকা ডেবিট হয়। অ্যাকাউন্ট থেকে প্রায় ৮ লক্ষ ৫২ হাজার টাকা ডেবিট হয়। তড়িঘড়ি তিনি নোদাখালি থানায় গেলে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করার কথা বলা হয়। এরপরই তিনি সাইবার ক্রাইম থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সমস্ত ঘটনা জানিয়ে তিনি ডায়মন্ড হারবারের সাংসদের অফিস এবং মুখ্যমন্ত্রীর অফিসে অভিযোগ জানিয়েছেন।
advertisement
advertisement
জীবনের শেষ সঞ্চয়টুকু খোয়ানোর পর পরবর্তীকালে ব্যাঙ্কে টাকা রাখতে ভয় পাচ্ছেন কল্যাণ দাস এবং তাঁর স্ত্রী। সঞ্চয়টুকু হারিয়ে যাওয়ার পর আর্থিকভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছেন কল্যান দাস।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 5:25 PM IST