Purulia Shootout: একদিনে জোড়া শ্য়ুটআউট! দক্ষিণেশ্বরের পর এবার পুরুলিয়ায় ডিওয়াইএফআই নেতাকে গুলি

Last Updated:

এই ঘটনার কিছুক্ষণের মধ্য়েই অবশ্য় তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

আহত ডিওয়াইএফআই নেতা কৃষ্ণপদ টুডু (বাঁদিকে)। ধৃত দুই দুষ্কৃতী (ডানদিকে)।
আহত ডিওয়াইএফআই নেতা কৃষ্ণপদ টুডু (বাঁদিকে)। ধৃত দুই দুষ্কৃতী (ডানদিকে)।
ইন্দ্রজিৎ মণ্ডল: দক্ষিণেশ্বরে সিভিক ভলেন্টিয়ারকে দুষ্কৃতীদের গুলি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পুরুলিয়ার বান্দোয়ানে গুলিবিদ্ধ হলেন এক ডিওয়াইএফআই নেতা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানে।
এ দিন সন্ধ্য়ায় সংগঠনের একটি বৈঠক সেরে বাইকে করে ফিরছিলেন কৃষ্ণপদ টুডু নামে ওই ডিওয়াইএফআই নেতা। তখন অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী তাঁকে গুলি করে বলে অভিযোগ। কৃষ্ণপদর শরীরে তিনটি গুলি লাগে।
advertisement
এই ঘটনার কিছুক্ষণের মধ্য়েই অবশ্য় তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। যদিও তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে ধৃত এক দুষ্কৃতী দাবি করেছে, চার বছর আগে চাকরি দেওয়ার নাম করে কৃষ্ণপদ টুডু নামে ওই ডিওয়াইএফআই নেতা পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা ফেরত না পেয়েই কৃষ্ণপদকে গুলি করা হয়েছে বলে দাবি করেছে ধৃত দুষ্কৃতী। যদিও তার বক্তব্য় খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
গুরুতর আহত অবস্থায় আহত ডিওয়াইএফআই নেতাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয়েছে। জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার শুরু করেছেন চিকিৎসকরা। তবে তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই দাবি করেছেন স্থানয়ী সিপিএম নেতারা। ঘটনা সম্পর্কে তাঁর কিছুই জানা নেই বলে দাবি করেছেন পুরুলিয়ার তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Purulia Shootout: একদিনে জোড়া শ্য়ুটআউট! দক্ষিণেশ্বরের পর এবার পুরুলিয়ায় ডিওয়াইএফআই নেতাকে গুলি
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement