Delhi Murder: স্ত্রীর কাছে ফিরতে বাধা প্রেমিকার, খুন করে দেহ টুকরো করার ছক প্রেমিকের! সেই দিল্লিতেই

Last Updated:

ঘটনাটি ঘটেছে দিল্লির তিলক নগর এলাকায়৷ অভিযুক্ত ওই ব্যক্তিকে পঞ্জাব থেকে গ্রেফতার করেছে পুলিশ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#দিল্লি: স্ত্রী, দুই সন্তানকে ছেড়ে প্রেমিকার সঙ্গে থাকতেন৷ কিন্তু সেই সম্পর্ক ছেড়ে ফের স্ত্রীর কাছে ফিরতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন প্রেমিকা৷ সেই পথের কাঁটা দূর করতেই নিজের প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ এবারেও ঘটনাস্থল দিল্লি৷ অভিযোগ, খুনের পর আফতাব পুণাওয়ালার মতো এই অভিযুক্তও প্রেমিকার দেহ খণ্ড খণ্ড করার কথা ভেবেছিল৷
ঘটনাটি ঘটেছে দিল্লির তিলক নগর এলাকায়৷ অভিযুক্ত ওই ব্যক্তিকে পঞ্জাব থেকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
জানা গিয়েছে, দিল্লির গণেশ নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে নিজের ১৬ বছর বয়সি মেয়েকে নিয়ে থাকতেন রেখা রানি নামে ৩৫ বছর বয়সি এক মহিলা৷ সেখান থেকেই তাঁর গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ৷
advertisement
তদন্তে পুলিশ জানতে পেরেছে, মনপ্রীত নামে এক ব্যক্তির সঙ্গে ২০১৫ সাল থেকে রেখার সম্পর্ক তৈরি হয়৷ মনপ্রীতের দুই মেয়েও ছিল৷ কিন্তু তাঁদের ছেড়ে গণেশ নগরের ওই বাড়িতে রেখার সঙ্গে থাকতে শুরু করে মনপ্রীত৷ কিন্তু কিছু দিনের মধ্যেই মনপ্রীতের মনে হতে থাকে সম্পর্কে জড়িয়ে সে ফাঁদে পড়ে গিয়েছে৷ এর পর থেকেই প্রেমিকাকে খুনের ছক কষতে থাকে সে৷
advertisement
পুলিশ জানিয়েছে, গত ১ এপ্রিল প্রথমে রেখার মেয়ের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মনপ্রীত৷ সে ঘুমিয়ে পড়লে রেখাকে একটি ছুরি দিয়ে খুন করে সে৷ রেখাকে খুন করে দেহ টুকরো টুকরো করার জন্যই ছুরিটি মনপ্রীত কিনেছিল বলে দাবি পুলিশের৷ কিন্তু রেখার মেয়ে তাকে ধরে ফেলবে, এই আশঙ্কায় পরিকল্পনা বাতিল করে সে৷ পুলিশের দাবি, মনপ্রীতের বিরুদ্ধে একাধিক অপহরণ এবং খুনের অভিযোগও রয়েছে৷ মৃতার মেয়ের অভিযোগের ভিত্তিতে খুন সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Delhi Murder: স্ত্রীর কাছে ফিরতে বাধা প্রেমিকার, খুন করে দেহ টুকরো করার ছক প্রেমিকের! সেই দিল্লিতেই
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement