মন্দির থেকে বেরোনোর সময় তিনিই চিনেছিলেন বিকাশকে, শুক্রবারই সেই রুবি যাদবকে পদ থেকে সরিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ

Last Updated:

বিকাশ দুবেকে চিনে তিনিই ধরিয়ে দিয়েছিলেন, আর আজই সেই রুবিকে সরিয়ে দেওয়া হল !

#উজ্জয়িনী:  উজ্জয়িনীর মহাকাল মন্দিরে সিকিউরিটি অফিসার রুবি যাদব তিনজন সুরক্ষাকর্মীকে পাঠিয়েছিলেন দুর্দমনীয় গ্যাংস্টার বিকাশ যাদবকে ধরতে , আর তাঁকেই মন্দির অ্যাডমিনিসট্রেশন সরিয়ে দিল তাঁর পদ থেকে ৷ দুবের গ্রেফতারি নিয়ে নানারকম প্রশ্ন তুলে তাঁকে তাঁর পদ থেকে সরানো হল ।
বিকাশ দুবে শুক্রবার এনকাউন্টারে মারা যায় ঠিক কানপুরের বাইরে ৷ স্পেশাল টাস্ক ফোর্স যখন উজ্জয়িনী থেকে কানপুরে বিকাশ যাদবকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই এসটিএফ গাড়ি উল্টে যায় ৷ সে সময় এক পুলিশের থেকে বন্দুক ছিনতাই করে পালাতে শুরু করে বিকাশ, পুলিশ তাঁকে আত্মসমর্পণ করতে বললে সে গুলি ছুঁড়তে শুরু করে ৷ গুলির লড়াইতে মারা যায় বিকাশ ৷ বৃহস্পতিবার সকালে উজ্জিয়িনীতে, পুলিশ বিকাশ যাদবকে মহাকাল মন্দিরে দেখে চিনতে পারে ৷ তারপরেই তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
advertisement
দুবের এনকাউন্টার নিয়ে নানারকম প্রশ্ন রয়েছে ৷ এদিকে মহাকাল মন্দিরের সুরক্ষা ইনচার্জ রুবি যাদব দুবে, যখন মন্দিরে এসেছিল তাকে চিনতে পারে ৷ তারপরেই সে নিজের টিমকে নির্দেশ দেয় ঠিক কীভাবে ধরতে হবে দুঁদে অপরাধীকে ৷
advertisement
Photo- Collected Photo- Collected
যাদব জানিয়েছিলেন তিনি একটি অজানা জায়গা থেকে তথ্য পেয়েছিলেন যে মন্দিরে একজন সন্দেহভাজন প্রবেশ করেছে ৷ তিনি দীর্ঘক্ষণ লক্ষ্য করার পরেই বিকাশ দুবেকে ধরে ফেলেন ৷
advertisement
উজ্জিয়িনী পুলিশ অবশ্য দুবের সম্পর্কে সঠিকভাবে কোনও বিস্তারিত বিবরণ দেননি ৷ কী করে একজন মোস্ট ওয়ান্টেড আসামী উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে একের পর এক রাজ্যে ঘুরে বেড়াল তার কোনও উত্তর নেই ৷ এদিকে উজ্জিয়িনী পুলিশ যখন হ্যান্ডওভার করা হয়েছিল তখন তার বিরুদ্ধে কোনও কেস দেওয়া হয়নি ৷
মহাকাল মন্দিরের সুরক্ষা বিধি নষ্ট করা , তার ব্যাগে ছিল ছুরি তারপরেও তার বিরুদ্ধে কোনও কেস দায়ের করা হয়নি ৷ মন্দিরের ক্লোক রুম থেকে উদ্ধার হওয়া ব্যাগেই ছিল ছুরি ৷
advertisement
বাংলা খবর/ খবর/ক্রাইম/
মন্দির থেকে বেরোনোর সময় তিনিই চিনেছিলেন বিকাশকে, শুক্রবারই সেই রুবি যাদবকে পদ থেকে সরিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement