Kolkata Police: সাইবার প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ জানাবেন ? রইল কলকাতা পুলিশের দেওয়া তালিকা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সামান্য অসতর্কতার জন্যই যে কোনও সময় সাইবার হানাদারদের শিকার হতে পারেন যে কেউ ৷ কিন্তু এই সমস্যা থেকে দ্রুত মুক্তির জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিশদে জানানো হল ৷
কলকাতা: সাইবার দুর্নীতির শিকার প্রায়সই কেউ না কেউ হচ্ছেন ৷ এই অপরাধ প্রতিনিয়ত বাড়ছে ৷ সামান্য অসতর্কতার জন্যই যে কোনও সময় সাইবার হানাদারদের শিকার হতে পারেন যে কেউ ৷ কিন্তু এই সমস্যা থেকে দ্রুত মুক্তির জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিশদে জানানো হল ৷
লোকাল থানা অনুযায়ী কোন সাইবার শাখায় অভিযোগ জানাতে হবে? ‘‘সাইবার প্রতারণার শিকার হওয়ার পর এমন বিভ্রান্তিতে পড়েন অনেকেই। কলকাতা পুলিশের ৯টি ডিভিশন, প্রতিটি ডিভিশনে একটি করে সাইবার শাখা আছে। কোন ডিভিশনের অন্তর্গত কোন কোন থানা ও সাইবার সেল আছে, তার তালিকা দেওয়া হল আপনাদের সুবিধার্থে। অনুরোধ, নিজে এই তালিকাটি সেভ করুন এবং জনস্বার্থে শেয়ার করুন।’’ এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের সাইবার শাখার পক্ষ থেকে ৷
advertisement
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 8:45 PM IST