Howrah News|| মুড়ি ব্যবসার আড়ালে কোটি কোটি টাকার চোরা কারবার, চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

কোটি টাকা মূল্যের চন্দন কাঠ উদ্ধার মুড়ির দোকানে, মুড়ির ব্যবসার আড়ালে চোরা চন্দন কাঠ, দোকানের শাটার তুলে বের হল মূল্যবান কাঠ

মুড়ি ব্যবসা। ফাইল ছবি।
মুড়ি ব্যবসা। ফাইল ছবি।
হাওড়া: কোটি টাকা মূল্যের চন্দন কাঠ উদ্ধার মুড়ির দোকানে। জানা গিয়েছে, প্রায় তিন কোটি টাকা মূল্যের চন্দন কাঠ উদ্ধার হয়েছে। শুক্রবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে জুজারসাহা শেখ পাড়ার সংলগ্ন গোণ্ডলপাড়া একটি মুড়ির দোকান থেকে উদ্ধার হয় প্রায় ১০০০ কেজি চন্দন কাঠ। শুক্রবার বিকেলে শুল্ক দফতরের আধিকারিকরা ধূলাগড় ফটিকগাছি রোডের জুজারসাহা শেখপাড়া এলাকায়।
রাজ্য সড়ক লাগোয়া ওই মুড়ির দোকান তল্লাশি করে উদ্ধার হয় মূল্যবান চন্দন কাঠ। উদ্ধার হয় ছোট-বড় বিভিন্ন সাইজের চন্দন কাঠের টুকরো। ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ। মুড়ির দোকানের মালিক নিতু আদক এবং তাঁর আত্মীয় সম্পর্কে শ্যালককে আটক করে পুলিশ। কোথা থেকে কী ভাবে এই চন্দন কাঠ এল? সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হতে পারে, সপ্তাহান্তে কাঁপিয়ে বৃষ্টি, রইল পূর্বাভাস
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকাল ৪'টে নাগাদ এলাকায় দুটি গাড়ি আসে। গাড়ি করে বেশ কয়েকজন আসেন। কী ঘটতে চলেছে? স্থানীয়রা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি। কিছুক্ষন পর দোকানের শাটার তুলে দোকানের ভিতর থেকে চন্দন কাঠ বাইরে বের করে। মুড়ির দোকান থেকে চন্দন কাঠ বের হওয়ার ঘটনা মানুষ অবাক।
advertisement
advertisement
তবে সেই খবর জানাজানি হতে মুহূর্তে কয়কশ মানুষ ওই দোকানের সামনে এসে ভিড় জমায়। এ ঘটনা কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এক ব্যক্তি জানান, এই মুড়ির দোকানে চোরা চন্দন কাঠের ব্যবসা চলছে আমরা এলাকার মানুষে হয়েও বিন্দুমাত্র টের পায়নি।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Howrah News|| মুড়ি ব্যবসার আড়ালে কোটি কোটি টাকার চোরা কারবার, চক্ষু চড়কগাছ পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement