Crime News: রোজ রোজ ঝগড়া-অশান্তি, রাগে স্ত্রীকে মেরেই ফেলল স্বামী! নৃশংস কাণ্ড
- Published by:Raima Chakraborty
Last Updated:
Crime News: ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী শাহ আলমকে আটক করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
মুর্শিদাবাদ: শ্বশুরবাড়ি গিয়ে বিড়ি বাঁধার কাজ করছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। অভিযোগ, সেই সময় পেটে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার শেরপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম মোসলেমা খাতুন, বয়স ১৯। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী শাহ আলমকে আটক করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বছর খানেক আগেই সামসেরগঞ্জ থানার শেরপুর গ্রামের মোসলেমা খাতুন নামে ওই যুবতীর সঙ্গে ব্যাঙডুবি গ্রামের পেশায় কসাই শাহ আলম নামে এক যুবকের বিয়ে হয়। অভিযোগ, সম্প্রতি স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। যদিও সংসার ঠিক ভাবেই চলছিল তাদের। অভিযোগ, সোমবার শ্বশুরবাড়ি আসে স্বামী শাহ আলম। সেই সময় অন্য দিনের মতোই বাড়ির বাইরে বিড়ি বাঁধছিলেন স্ত্রী মোসলেমা।
advertisement
আরও পড়ুন: ভাত জোটানোই দায়, স্ত্রী ও সন্তানের কঠিন অসুখ, অমানবিক রূপ বাবার! শুনলে চোখে জল আসবে
অভিযোগ, হঠাৎই পিছন থেকে এসে স্ত্রীর পিঠে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে স্বামী। সেখানেই লুটিয়ে পড়েন স্ত্রী। মোসলেমার ও পরিবারের সদস্যদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, রক্তাক্ত অবস্থার মধ্যেই পালানোর চেষ্টা করলে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক শাহ আলম।
advertisement
advertisement
আরও পড়ুন: শর্ত না মানলে আর ভোট দেবেন না হাওড়ার বাসিন্দারা! কী শর্ত? জানলে বনবন করে ঘুরবে মাথা
স্থানীয় বাসিন্দারা আটকে রাখে শাহ আলমকে এবং খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়। রমজান মাসের মধ্যেই দিনে দুপুরে প্রকাশ্যে স্ত্রীর পেটে ধারালো অস্ত্র দিয়ে খুন করার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 1:52 PM IST