ঢোলপুর: সাত বছরের শিশুর সঙ্গে ৩৮ বছরের ব্যক্তির বিবাহ! শুনতে অবাক লাগলেও এমন অদ্ভুত ঘটনা ঘটছে এই দেশেই। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে অর্থ লেনদেনেরও। একবিংশ শতাব্দীতেও চলছে বাল্য বিবাহ, নাবালিকা বিকিকিনি। এমনই অভিযোগ এবার উঠেছে রাজস্থানে। যদিও অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
রাজস্থানের ঢোলপুর জেলার মানিয়া থানার অন্তর্গত একটি গ্রামে ৭ বছরের মেয়ের সঙ্গে ৩৮ বছর বয়সী এক ব্যক্তির বিয়ের ঘটনার কথা জানা গিয়েছে সম্প্রতি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্তের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা মেয়েটির বাবার কাছ থেকে এক দালালের মাধ্যমে সাড়ে চার লাখ টাকায় মেয়েটিকে কিনে নিয়েছিল।
আরও পড়ুন: একই স্কুল, একই নম্বর! উচ্চ মাধ্যমিকে দশম জলপাইগুড়ির দুই মেয়ে
মানিয়ার সিও দীপক খান্ডেলওয়াল বলেন, ‘আমরা খবর পাই একটি সাত বছরের বালিকার সঙ্গে ৩৮ বছর বয়সী এক ব্যক্তির বিয়ে দেওয়া হয়েছে। তার পরই দল গঠন করে বিরজাপুর গ্রামে অভিযান চালানো হয়।’ তিনি জানিয়েছেন, অভিযুক্তের বাড়ি গ্রামের বাইরে বেশ নির্জন এক জায়গায়। সেখানেই রাখা হয়েছিল ওই নাবালিকাকে। পুলিশ যখন ওই বাড়িতে হানা দেয়, তখন ঘরের ভিতর মেয়েটি আপন মনে খেলা করছিল। তার হাতে ছিল মেহেন্দির টাটকা রঙ। সিঁথিতে সিঁদুর এবং পায়ে মল। একটি মোবাইল ফোনে সে কার্টুন দেখছিল। তাকে জিজ্ঞাসা করে প্রায় কিছুই জানা যায়নি।
আরও পড়ুন: ২০০০ টাকার নোট প্রত্যাহারে কারা অসুবিধায় পড়বেন? বুঝিয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর
অভিযোগ, যে ব্যক্তি মেয়েটিকে তার বাবার কাছ থেকে ৪.৫ লক্ষ টাকায় কিনেছিল তার সঙ্গেই গত ২১ মে, ২০২৩ তারিখে তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের বিষয়ে প্রায় কিছুই জানে না মেয়েটি। পুলিশকে কিছুই বলতে পারেনি সে। POCSO আইনের পাশাপাশি মানব পাচার বিরোধী আইনের বিভিন্ন ধারায় ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ।
সূত্রের খবর, মেয়েটির বাবা সুলতান তাকে বিক্রি করে দিয়েছিলেন মধ্যপ্রদেশ থেকে আসা মহেন্দ্র সিংয়ের ছেলে ভূপাল সিংকে। পুলিশের জেরায় মহেন্দ্র সিং দালালের মাধ্যমে মেয়ের বাবা সুলতানকে ৪.৫ লক্ষ টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Rajasthan News