2000 Rupee Note: ২০০০ টাকার নোট প্রত্যাহারে কারা অসুবিধায় পড়বেন? বুঝিয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

Last Updated:

2000 Rupee Note: শক্তিকান্ত দাস জানান, "বড় নোট এখানে ঘুরতে থাকলে অন্য সমস্যা তৈরি হতে পারে।" 

২০০০ টাকার নোট প্রত্যাহার
২০০০ টাকার নোট প্রত্যাহার
নয়াদিল্লি : ২০০০ টাকার নোট বাতিল করার ফলে কোনও সমস্যা বা বিশৃঙ্খলা হয়নি। বুধবার সিআইআইয়ের বার্ষিক অনুষ্ঠানে মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেন, একটি সমীক্ষায় আরবিআই জানতে পেরেছে, ২০০০ টাকার নোট সাধারণ মানুষের কোনও কাজে লাগে না। ফলে এই নোট বাতিল কোনও সমস্যা তৈরি করবে না।
তিনি বলেন, “আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আমরা মনে করি কোনও বড় সমস্যা নেই। ব্যবসা বাণিজ্য ঠিকভাবেই চলছে।” শক্তিকান্ত দাস আরও জানান, “জীবনচক্র সমাপ্ত করে ফেলেছে এই ২০০০ টাকার নোট। ফলে এই নোট প্রত্যাহার করে নেওয়ার সময় হয়েছে। বড় নোট এখানে ওখানে ঘুরতে থাকলে অন্য সমস্যা তৈরি হতে পারে।” গত শুক্রবার ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তবে সাধারণ মানুষকে এই নোট বদল করার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
advertisement
advertisement
সে প্রসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রীর দাবি, ব্যাঙ্কগুলি জানিয়েছে, ‘‘২০০০ টাকার নোট বদল করতে কোনও প্রমাণ, পরিচয়পত্র লাগবে না। কালো টাকা ধ্বংস করতে ২০০০ টাকার নোট প্রত্যাহার বলে বিজেপির দাবি নস্যাৎ। সাধারণ মানুষের কাছে ২০০০ টাকার নোট নেই। নোট বাতিলের পর থেকেই ২০০০ টাকার নোট এড়িয়ে চলেন সাধারণ মানুষ। নিত্যদিনের কেনাকাটার কাজে লাগে না এই নোট। কারা ২০০০ নোট ব্যবহার করেন?” তাঁর বক্তব্য, তিনি লিখেছেন, ” ২০০০ টাকার নোটের মালিকদের লাল কার্পেট পেতে নোট বদল করার আহ্বান  জানানো হয়েছে। ”
advertisement
আরও পড়ুন: সবজির খেতে দাঁড়িয়ে স্বপ্ন শিবমের, খিদে চেপে মাধ্যমিকের খাতায় বাজিমাত! এ ছেলের দৌড় বহুদূর
চিদম্বরমের মতে, ২০১৬ সালে ২০০০ নোট চালু করা বোকামি ছিল। প্রাক্তন অর্থমন্ত্রী লেখেন, “আমি আনন্দিত যে, অন্তত ৭ বছর পর এই বোকামির কাজ প্রত্যাহার হয়েছে।” গতকাল শক্তিকান্ত দাস বলেছেন, অযথা আতঙ্কিত হয়ে ২০০০ টাকার নোট বদলানোর জন্য ব্যাঙ্কে গিয়ে ভিড় করার প্রয়োজন নেই৷ রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষকর্তা আরও জানিয়েছেন, এ ভাবে বাজার থেকে নির্দিষ্ট একটি সিরিজ বা মূ্ল্যের পুরনো নোট প্রত্যাহার করে নেওয়া নতুন কিছু নয়৷ ফলে অযথা এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ার কিছুই নেই৷
advertisement
রাজীব চক্রবর্তী
বাংলা খবর/ খবর/দেশ/
2000 Rupee Note: ২০০০ টাকার নোট প্রত্যাহারে কারা অসুবিধায় পড়বেন? বুঝিয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement