Cooking Gas Cylinder Fraud|| সর্বনেশে কাণ্ড! রান্নার গ্যাসের ওজন বাড়াতে কী ভরা হচ্ছে সিলিন্ডারে? তোলপাড়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Cooking Gas Cylinder Fraud: রান্নার গ্যাসে ওজন বাড়াতে সিলিন্ডারে ভরা হচ্ছে বালি, তবে কি হচ্ছে কালোবাজারি! তোলপাড় হাবড়া।
বারাসাত: দিনের পর দিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। তবু সংসার চালাতে অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হচ্ছে রান্নার গ্যাস। আর এ বার সেই রান্নার গ্যাসের সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে বালি জাতীয় কোনও পদার্থ ভরা রয়েছে এমনটাই অভিযোগ তুললেন কুমড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমড়া গ্রাম পঞ্চায়েতের নবপল্লি এলাকার পাশেই রয়েছে একটি ইন্ডিয়ান গ্যাসের গোডাউন। সেখান থেকেই গ্যাস সরবরাহ হয় কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, প্রায় দু-সপ্তাহ আগে একটি গ্যাসের সিলিন্ডার কিনেছিলেন নবপল্লী গ্রামের বাসিন্দা মঞ্জুরানি চৌধুরী। আর সেই গ্যাস সিলিন্ডার রান্নার কাজে ব্যবহার করতে গিয়ে রীতিমত চমকে ওঠেন।
advertisement
আরও পড়ুনঃ মদ খেলেই ঘটে সাংঘাতিক কাণ্ড! পুরুলিয়ার এই গ্রামে অবাক করা রীতি, জানলে আঁতকে উঠবেন নিশ্চিত
অভিযোগ, গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে অদ্ভূত আওয়াজ হচ্ছিল। দীর্ঘ সময় ধরে গ্যাস সিলেন্ডারটি নড়াচাড়া করার পর তাদের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডারে মধ্যে রয়েছে বালি জাতীয় কোন কিছু। তৎক্ষণাৎ গ্যাস ডেলিভারি বয়ের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। কিন্তু তার কাছ থেকে মেলেনি কোনও সহযোগিতা। তিনি জানান, তাঁর কাজ শুধু সিলিন্ডার ডেলিভারি করা, বাকি আর কিছুই জানা নেই। সমস্যার বিষয়ে গ্যাস অফিসে জানানোর কথাও বলা হয়। শুধু তাই নয়, গ্যাস সিলিন্ডারটিও নিয়ে যেতে বলা হয়। গৃহবধূ ওই গ্যাস ডেলিভারি বয়ের কাছে সিলিন্ডারটি নিয়ে যাওয়ার অনুরোধ জানালে বলা হয়, 'যদি এতই সমস্যা হয় তবে গ্যাসে রান্না করা বন্ধ করে দিন, কাঠে রান্না করুন।'
advertisement
advertisement
যদিও অফিসে যোগাযোগ করে তেমন কোন সদুত্তর মেলেনি বলে দাবি পরিবারের। এখন কী করবেন তা বুঝে উঠতে পারছেন না চৌধুরী পরিবারের সদস্যরা। এত টাকা দিয়ে কেনা গ্যাসের সিলিন্ডারের ওজন বাড়াতেই কী কোনও কিছু ভরা হয়েছে? এ ভাবেই কি নতুন কোনও কালোবাজারি চলছে? এখন এ রকমই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা এলাকায়।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 12:23 PM IST