Chennai Airport Arrest: ২২টি সাপ নিয়ে যাত্রা করছিলেন ! চেন্নাই বিমানবন্দরে গ্রেফতার মহিলা যাত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ওই মহিলার কাছ থেকে বিভিন্ন প্রজাতির সাপ বাজেয়াপ্ত করেছে চেন্নাই বিমানবন্দরের কাস্টমস আধিকারিকরা ৷
চেন্নাই: চেন্নাই বিমানবন্দরে সাপ নিয়ে যাত্রা করার সময় এক মহিলা যাত্রীকে গ্রেফতার করা হল ৷ তার কাছ থেকে ২২টি সাপ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷ ওই মহিলা যাত্রী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চেন্নাই এসেছিলেন ৷ তার কাছ থেকে বিভিন্ন প্রজাতির সাপ বাজেয়াপ্ত করেছে চেন্নাই বিমানবন্দরের কাস্টমস আধিকারিকরা ৷
सोना, चांदी, हेरोइन, गांजा, कोकीन और भी बहुत कुछ की तस्करी कवर कर चुका हूँ, लेकिन #chennaiairport पर #सांप की #smuggling का मामला हैरान करने वाला है।@ChennaiCustoms pic.twitter.com/3yjngji1Wx
— Gautam Kumar Mishra (@gkmishra79) April 29, 2023
advertisement
জানা গিয়েছে, ওই মহিলা যাত্রীর চেক ইন লাগেজে বিভিন্ন প্লাস্টিক কন্টেনারের মধ্যে সাপগুলি রাখা ছিল ৷ ট্যুইটারে ঘটনার ছবি ভাইরালও হয়ে যায় ৷ এভাবে সাপ নিয়ে কেউ বিমানে সফর করছে, এমন নজির খুবই কম ৷ সাপগুলি বাজেয়াপ্ত করেছেন বন দফতরের আধিকারিকরা ৷
view commentsLocation :
Chennai,Chennai,Tamil Nadu
First Published :
May 01, 2023 9:10 AM IST