Bangla News|| পেট্রোলের বদলে এ কী ভরে দিচ্ছে পাম্প! একের পর এক বিকল গাড়ি, আপনি ভরাননি তো?

Last Updated:

Bangla News: পেট্রোলের বদলে জল দেওয়া হচ্ছিল জলপাইগুড়ি শহরের একটি পেট্রোল পাম্প থেকে। সেখান থেকে পেট্রোল কিনে গন্তব্যের দিকে র‌ওনা হতেই মাঝরাস্তায় স্টার্ট বন্ধ হতে থাকে একের পর এক মোটরবাইক ও স্কুটির।

+
title=

জলপাইগুড়ি: পেট্রোলের বদলে জল দেওয়া হচ্ছিল জলপাইগুড়ি শহরের একটি পেট্রোল পাম্প থেকে। সেখান থেকে পেট্রোল কিনে গন্তব্যের দিকে র‌ওনা হতেই মাঝরাস্তায় স্টার্ট বন্ধ হতে থাকে একের পর এক মোটরবাইক ও স্কুটির। তারপরেই সকলের নজরে আসে বিষয়টি। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনায় হ‌ইচ‌ই পড়ে যায় গোটা জলপাইগুড়ি শহরে।
অভিযোগ, শহরের ৩ নম্বর গুমটি এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তেলের বদলে জল দেওয়া হচ্ছিল।স্থানীয় ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার সন্ধে থেকেই পেট্রোলের নামে গ্রাহকদের জল দেওয়া হচ্ছিল। এমন ঘটনায় মাথায় হাত মোটরবাইক মালিকদের। অনেকেই মোটরবাইকে‌র ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। শহরের বিভিন্ন গ‍্যারেজেও ভিড় পড়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কিছুক্ষণেই ভ্যাপসা গরম থেকে মুক্তি! তুমুল ঝড়বৃষ্টি জেলায় জেলায়, বইবে ঝোড়ো হাওয়া
চিত্রা রায় ও বান্টি দাস নামে দুজন গ্রাহক বলেন, শহরের ৩ নম্বর গুমটি এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তেল কিনে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। স্থানীয় ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার সন্ধে থেকেই পেট্রোলের নামে গ্রাহকদের জল দেওয়া হচ্ছিল। পরীক্ষা করে দেখা‌র পর পেট্রোলের সঙ্গে জল মিশে থাকা‌র বিষয়টি স্বীকার করে নিয়েছেন পেট্রোল পাম্পের এক কর্মী।
advertisement
যদিও ঘটনার পর পেট্রোল পাম্পের ম‍্যানেজার‌কে খুঁজে পাওয়া যায়নি। গাড়ি চলক বান্টি দাস বলেন কিছুক্ষন আগে তেল ভরালাম কিছুটা দূর যেতেই বন্ধ হয়ে গেল গাড়ি। কী কারণে বন্ধ হয়ে গেল জানতে গ্যারেজে নিয়ে যাওয়ার পর বলে পেট্রোলের বদলে জল ঢোকানো হয়েছে গাড়িতে।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Bangla News|| পেট্রোলের বদলে এ কী ভরে দিচ্ছে পাম্প! একের পর এক বিকল গাড়ি, আপনি ভরাননি তো?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement