শহরে মহিলা ক্যাব চালকের শ্লীলতাহানি ! গ্রেফতার ভিন রাজ্যের এক ব্যক্তি

Last Updated:

App Cab Crime Case in Kolkata: ক্যাবে ওঠার পর ওই ব্যক্তি চালক যুবতীকে নিজের গন্তব্যের কথা জানান। গন্তব্য ছিল গড়িয়াহাট থানা এলাকা। ক্যাব চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি নানান অশালীন অঙ্গভঙ্গি শুরু করেন বলে যুবতীর অভিযোগ।

শহরে মহিলা ক্যাব চালকের শ্লীলতাহানি ! গ্রেফতার ভিন রাজ্যের এক ব্যক্তি (Representative Image)
শহরে মহিলা ক্যাব চালকের শ্লীলতাহানি ! গ্রেফতার ভিন রাজ্যের এক ব্যক্তি (Representative Image)
কলকাতা: প্রতিদিনের মতই সকালে অনলাইন ক্যাব নিয়ে বেরিয়েছিলেন বছর তিরিশের যুবতী। ছিলেন কলকাতা বিমানবন্দরের দিকে। বেলা ১১টা ২০ মিনিট নাগাদ ওই যুবতীর কাছে এক বুকিং আসে। বুকিং পেয়ে বিমানবন্দর এলাকা থেকে এক ব্যক্তিকে গাড়িতে তোলেন ওই যুবতী। ক্যাবে ওঠার পর ওই ব্যক্তি চালক যুবতীকে নিজের গন্তব্যের কথা জানান। গন্তব্য ছিল গড়িয়াহাট থানা এলাকা। ক্যাব চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি নানান অশালীন অঙ্গভঙ্গি শুরু করেন বলে যুবতীর অভিযোগ। একা যুবতী হয়ে ক্যাব চালাচ্ছেন, এই সুযোগে নানা অছিলায় যুবতীর গায়ে হাত দেন ওই ব্যক্তি, অভিযোগ এমনই।
প্রতিবাদ করেন ওই যুবতী। গাড়ি থামিয়ে নেমে যেতে বলেন ওই ব্যক্তিকে, দাবি অভিযোগকারিনী ওই যুবতীর। সেই সময় ভুল হয়েছে বলে ক্ষমা চেয়ে নিজের গন্তব্য পর্যন্ত ছেড়ে দিতে অনুরোধ করেন ওই ব্যক্তি। এরপর ১২টা ৪০ নাগাদ ডোভার টেরেসের কাছে ওই ব্যক্তিকে গন্তব্যে পৌঁছে দেন ওই যুবতী। যুবতীর দাবি সেই সময় ওই ব্যক্তি নিজের পরিচয় দিয়ে জানান তার নাম সৌরভ সিনহা, তিনি লখনউ থেকে কলকাতা কাজে এসেছেন। তার কয়েকটা দিন গাড়ি লাগবে। যদি ওই যুবতী সাহায্য করেন। যুবতীর নম্বর নেন ওই ব্যক্তি।
advertisement
advertisement
এরপর দুপুর থেকে দফায় দফায় ফোন করতে শুরু করেন সৌরভ নামে ওই ব্যক্তি। আসতে থাকে একের পর এক টেক্সট মেসেজ। তারপর শুরু নানান কুপ্রস্তাব মেসেজ, অভিযোগ এমনই। এখানেই শেষ নয়, যুবতী চালকের অভিযোগ একটি হোটেলের কথা টেক্সট মেসেজ করে বলেন ওই ব্যক্তি। কাজ শেষ হলে সেখানে যাতে এসে ওই ব্যক্তির সঙ্গে দেখা করার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ । রুম নম্বর জানিয়ে রাতে আসতে বলা হয়। এরপরই ওই মহিলা ক্যাব চালক নিজেদের অ্যাসোসিয়েশনের কাছে পুরো বিষয়টি জানান। রাতেই ওই হোটেলের বাইরে থেকে সৌরভ নামে ওই ব্যক্তিকে ধরে সকলে মিলে গড়িয়া হাট থানায় যান। লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্ত সৌরভ সিনহাকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ।
advertisement
একজন মহিলা ক্যাব চালকের সঙ্গে এহেন ঘটনার প্রতিবাদ করেছেন অনলাইন ক্যাব চালক অ্যাসোসিয়েশন। অভিযুক্তর কড়া শাস্তির দাবি জানানো হয়েছে তাদের তরফে ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
শহরে মহিলা ক্যাব চালকের শ্লীলতাহানি ! গ্রেফতার ভিন রাজ্যের এক ব্যক্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement