Hathras Gang Rape: হোলিতে দলিত কিশোরীকে রং মাখিয়েই চলল পৈশাচিক গণধর্ষণ, ফের শিরোনামে হাথরাস...

Last Updated:

ফের শিরোনামে হাথরাস। হোলির দিনে দলিত কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগে ক্ষোভের আগুন জ্বলছে হাথরাসে।

#আগ্রা: ফের শিরোনামে হাথরাস (Hathras)। হোলির (Holi 2021) দিনে দলিত কিশোরীকে (Dalit Girl) অপহরণের পর গণধর্ষণের  (Gang Rape) অভিযোগে ক্ষোভের আগুন জ্বলছে হাথরাসে। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে দুই ধর্ষককে। অনেক পুলিশি টালবাহানার পরে তাদের গ্রেফতার (Arrest)  করা হয়েছে।
নির্যাতিতার পরিবারের দাবি, ২৯ মার্চ হোলির দিন দুপুর বেলা দু'টো নাগাদ শৌচকর্ম সারতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই সময় তাকে পিছন থেকে এসে অপহরণের চেষ্টা করে দু'জন। সেই সময় কিশোরী নিজেকে রক্কঘা করতে চিৎকার শুরু করলে, তাঁকে আটকাতে মুখে-নাকে কিছু চেপে ধরে ধর্ষকরা। এরপরে সে সংজ্ঞা হারালে তাকে তুলে নিয়ে যায়। কিশোরী বাড়ি ফিরে পরিবারকে জানিয়েছে, সেদিন তাকে তুলে নিয়ে যাওয়ার  সময় সে অচৈতন্য অবস্থায় ছিল। পরে যখন তাঁর জ্ঞান ফেরে ঘরের মধ্যে সে এক ধর্ষকের বোনকে দেখতে পেয়েছিল। এ দিন রাতেই দিন রাতে তিনজনে মিলে তাঁকে গণধর্ষণ করে। এরপর পরের দিন ভোরের আলো ফুটতেই তাকে গ্রামে ছেড়ে দিয়ে যায়।
advertisement
নির্যাতিতার পরিবার জানিয়েছে, মেয়ের মুখ থেকে সব ঘটনা শোনার পরেই স্থানীয় থানায় যান তারা। কিন্তু পুলিশের তরফে কোনও সাহায্য নাকি তাঁরা পাননি। উলটে মুখ না খোলার জন্য তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। Times of India-র রিপোর্ট অনুযায়ী নির্যাতিতা জানিয়েছে,  পুলিশ হুমকি দিয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে নালিশ জানালে তাকে, বাবাকে এবং ভাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর নিরুপায় হয়ে কিশোরী হাথরাসের পুলিশ সুপার বিনয় জয়সওয়ালের দ্বারস্থ হয়। তিনি নির্যাতিতাকে সুবিচারের আশ্বাস দেন।"
advertisement
advertisement
হাথরাসের পুলিশ সুপার জানিয়েছেন, ইতিমধ্যেই অভিজুক্তদের গ্রেফতার করা হয়েছে। পকসো এবং তফশিলি আইনে অভিযুক্তদের  বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Hathras Gang Rape: হোলিতে দলিত কিশোরীকে রং মাখিয়েই চলল পৈশাচিক গণধর্ষণ, ফের শিরোনামে হাথরাস...
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement