#দমদম: কৈখালী যশোর রোড টাটা গেটের কাছে একটি জঙ্গল থেকে প্যাকেট করা প্রচুর পরিমাণে পচা মাংস উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় ৮ থেকে ১০টি প্যাকেট পড়ে থাকতে দেখেছেন স্থানীয় লোকজন ৷
সব মিলিয়ে ১০ কেজির উপরে মাংস পড়ে থাকতে দেখা যায় স্থানীয় লোকজন মনে করছেন ৷ বিভিন্ন রেস্তোরাঁ বা হোটেলে যে কোনও সময় পৌরসভার পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, সেই কারণেই এই মাংস কেউ ফেলে গেছে বলে মনে করছেন তাঁরা ৷
স্থানীয় লোকজন দমদম থানা ও পৌরসভায় খবর দিয়েছেন পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে করা হয়েছে ৷ এত পরিমাণে মাংস ফেলে গেল কে ? কেনই বা ফেলে গিয়েছে ? এর পিছনে কোনও চক্র বা চাঁই আছে কি না ? সেটা দেখছে পুলিশ ৷
আরও পড়ুন : লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুন, পুলিশের কাছে আত্মসমর্পণ সঙ্গীর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dead meat, DumDum, Jessore Road, Municipality, Police, Rescued