কম নন গিন্নিও ! বিকাশের শাগরেদ শশীকান্তের বউয়ের ভাইরাল ফোন অডিওতে সামনে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

ফোন করে বলেন, আমি সিম ভেঙে চিবিয়ে খেয়ে নিচ্ছি

#কানপুর:  কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবের এনকাউন্টারে মারা যাওয়ার পরেই থেমে যায়নি কানপুর শ্যুটআউটের তদন্ত বরং সেই নক্কারজনক ঘটনার একদম শেষ অবধি পৌঁছতে চাইছে পুলিশ ৷ সেই কানপুর শ্যুটআউট যাতে ৮ পুলিশ কর্মী শহিদ হয়েছিলেন তার তদন্তের নেমে পুলিশের হাত আসছে একের পর এক চমকপ্রদ প্রমাণ৷
বিকাশের ডানহাত শশীকান্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ এই অবস্থায় পুলিশের তদন্তের মোড় ঘুরিয়ে দিচ্ছে শশীকান্তের বউয়ের একাধিক ফোনকল ৷ একের পর এক তার ফোনের অডিও ক্লিপ এখন ভাইরাল ৷ এনকাউন্টারে বিকাশ তার সঙ্গীরা কী করেছিল তার বিবরণ  সে একের পর এক ফোনকলে নিজের আত্মীয়দের জানিয়েছিল ৷ এরইমধ্যে লুঠ হওয়া একে ৪৭ উদ্ধার হয়েছে দুষ্কৃতী বিকাশে দুবের বাড়ি থেকে ৷
advertisement
advertisement
নতুন যে অডিও ক্লিপ সামনে এসেছে তাতে নিজের ভাইয়ের সঙ্গে কথা বলছে ৷ সেখানে মনু পান্ডে জানিয়েছে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ফলে সে তার ফোন থেকে সব নম্বর ডিলিট করে দিচ্ছে ৷  সে আরও বলে মোবাইলটি সে মাটিতে পুঁতে দিচ্ছে আর সে এও বলে আমি কোনও নাম নেব না কিন্তু যে যেখানে আছে সেখানে সে সুরক্ষিত আছে ৷ চিন্তা করার কোনও দরকার নেই৷
advertisement
এদিকে শশীকান্তের স্ত্রী বারবার তার ভাইকে জোর দিয়ে বলে বাড়ির যত আত্মীয় আছে তাদের সকলের ফোন থেকে তার ও তার স্বামীর নম্বর ডিলিট করে দিতে ৷ সে তার ভাইকে এও বলে আশেপাশে পুলিশ থাকলে তাকে কেশএ ইঙ্গিত দিতে বলে ৷ আর একদম শেষে বলে শুধুমাত্র 8858  এই নম্বরটা রেখে বাকি সব নম্বর ডিলিট করে দিতে ৷ কারণ বাকি সব নম্বরে আর কথা বলা যাবে না ৷ সে এও বলে একটি সিম ভেঙে সে চিবিয়ে খেয়ে নিয়েছে ৷  সশশীকান্তের স্ত্রী তার ভাইকেও বলে তার নম্বর ডিলিট করে দিতে ৷
advertisement
এদিকে পুলিশের জারি করা এই ফোনের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে সে এমনিই তার ভাইকে ফোন করছিল সব ঠিক আছে কিনা জানাতে ৷ পাশাপাশি সে এও বলে তার স্বামী সেদিন গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল তাই সে খবর তার আগে দিয়েছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
কম নন গিন্নিও ! বিকাশের শাগরেদ শশীকান্তের বউয়ের ভাইরাল ফোন অডিওতে সামনে চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement