আরুষি হত্যাকাণ্ডে তলোয়ার দম্পতির মুক্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই

Last Updated:

আরুষি হত্যাকাণ্ডে তলোয়ার দম্পতির মুক্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই

#নয়াদিল্লি: দুটি হত্যাকাণ্ড নিয়ে দেশ জোড়া বিতর্ক ৷ আরুষি ও হেমরাজ হত্যাকাণ্ডে এলাহাবাদ হাইকোর্ট মূল অভিযুক্ত রাজেশ ও নূপুরকে বেকসুর বলে মুক্তি দিলেও সেই রায় মানতে নারাজ সিবিআই ৷ এলাহাবাদ হাইকোর্টের রাযকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ৷
আরুষি হত্যাকাণ্ডের ৯ বছর পর জেল থেকে মুক্তি পান আরুষির বাবা-মা, রাজেশ ও নূপুর তলোয়ার ৷ 2017 সালের 12 অক্টোবর তলোয়ার দম্পতিকে বেকসুর অভিহিত করে মুক্তির নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট ৷ মামলায় আদালতে অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে পেশ করা সিবিআইয়ের কোনও প্রমাণই ধোপে টেকেনি ৷ যথেষ্ট তথ্যপ্রমাণ না মেলায় বেনিফিট অফ ডাউট দেয় আদালত। মুক্তি পান রাজেশ ও নূপুর তলোয়ার ৷
advertisement
এর আগে আরুষি ও হেমরাজ হত্যা মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হন রাজেশ ও নূপুর তলোয়ার ৷ আদালত তাদের যাবজ্জীবনের সাজা শোনায় ৷ নিম্ন আদালতের সেই রায় খারিজ করে 2017 সালের 12 অক্টোবর এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয় রাজেশ ও নূপুর নির্দোষ ৷ তাদের বিরুদ্ধে নিজের মেয়ে আরুষিকে খুনের কোনও প্রমাণ নেই ৷ অতএব, সব দায় থেকে মুক্ত তরোয়ার দম্পতি ৷ এই রায়ে তীব্র অসন্তুষ্ট হয় সিবিআই ৷
advertisement
advertisement
আর কয়েকদিন বাদেই ১৮ বছরের জন্মদিন সেলিব্রেট করার কথা ছিল তার ৷ কিন্তু ২০০৮ সালের ১৫-ই মে গভীর রাতে নিজের শোয়ার ঘরে খুন হয় আরুষি। প্রথমে তদন্তে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে ঘটনার পর থেকেই বেপাত্তা পরিচারক হেমরাজের নাম । কিন্তু পরেরদিনই মামলার মোড় ঘুরে যায় ৷
তরোয়ারদের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় হেমরাজের দেহ। দু’জনকে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে তলোয়ার দম্পতির বিরুদ্ধে। দেশে আলোড়ন ফেলে দেওয়া এই খুনের তদন্ত প্রথমে শুরু করেছিল উত্তর প্রদেশ পুলিশ। পরে সিবিআই-এর হাতে যায় তদন্তভার। তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআই আদালত।
advertisement
AARUSHI timeline
২০১৩ সাল থেকে জেলে ছিলেন তলোয়ার দম্পতি। সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন তালোয়ার দম্পতি। সেই আবেদন মঞ্জুর করেই এলাহাবাদ হাইকোর্টের এই রায় ৷
এবার এলাহাবাদ হাইকোর্টের রাযের বিরুদ্ধেই শীর্ষ আদালতে সিবিআই ৷ এর আগে 2017 সালেরই ডিসেম্বর মাসে এলাহাবাদ হাইকোর্টের রাযকে চ্যালেঞ্জ করে একটি মামলা দাযের করেন নিহত হেমরাজের স্ত্রী ৷ তাঁর দাবি ছিল, এলাহাবাদ হাইকোর্টের রায অনুাযায়ী আরুষি-হেমরাজকে কেউই খুন করেনি ৷ প্রক়ত খুনীকে খুঁজে বের করার দাবিতে তিনি ওই মামলা দায়ের করেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
আরুষি হত্যাকাণ্ডে তলোয়ার দম্পতির মুক্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement