Crime News: অ্যাসিড ও লঙ্কার গুঁড়ো দিয়ে বিকৃত করা হয়েছে মুখ! ধর্ষণ করে খুন ?
- Published by:Sayani Rana
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
মালদহের হরিশ্চন্দ্রপুরে মহিলা খুন। 'ধর্ষণ' করে খুনের অনুমান স্থানীয়দের। শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ। সাত সকালে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
মালদহ: মালদহের হরিশ্চন্দ্রপুরে মহিলা খুন। ‘ধর্ষণ’ করে খুনের অনুমান স্থানীয়দের। শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ। সাত সকালে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতদেহের চারিদিক থেকে ছুড়ি, কনডোম, গ্লাভস, ধূপকাঠি উদ্ধার করা হয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদা পঞ্চায়েতের নসরপুর এলাকার ঘটনা। মুখ বিকৃত করতে অ্যাসিড ও লঙ্কার গুঁড়ো ছেটানো হয় বলে অনুমান।
ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলের কাছেই বিহারের আজিমনগর ও বার্তাবাড়ি গ্রাম। মৃতদেহ স্থানীয় কারও নাকি বিহারের তা নিয়ে বাড়ছে রহস্য।
আরও পড়ুন: সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে একই সিনেমায় নন্দিনী! স্মার্ট দিদির ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়
advertisement
এদিন সকালে মালদহের হরিশ্চন্দ্রপুরে রাস্তার পাশে জমিতে মহিলার দেহ দেখতে পান স্থানীয়রা, মুখ বিকৃত থাকায় দেহ চিহ্নিত করা সম্ভব হয়নি। মৃতদেহ দেখতে পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রাই। পাশাপাশি গ্রামে কোনও মহিলার নিখোঁজ রয়েছেন কিনা সে সম্পর্কেও খোঁজখবর শুরু হয়েছে।
advertisement
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সম্পর্কে বিহার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। খুনের ঘটনার সঙ্গে একাধিক দুষ্কৃতী জড়িত থাকতে পারে বলে প্রাথমিক সন্দেহ পুলিশের। তাঁরা জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই কীভাবে খুন সে বিষয়ে জানা যাবে।
advertisement
খুনের আগে ধর্ষণ বা গণধর্ষণের কোনও ঘটনা হয়েছে কিনা তাও নিশ্চিত হতে চাইছে পুলিশ। মৃতদেহ শনাক্তকরণের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মহিলা বয়স আনুমানিক ৩৫ বছরের আশেপাশে হতে পারে। ব্যবহৃত কনডম উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের অনুমান শারীরিক সম্পর্কের পর খুনের ঘটনা হয়ে থাকতে পারে। তবে তদন্তে সব সম্ভাবনায় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে মাত্র দুই-আড়াই কিলোমিটারের মধ্যেই বিহার সীমান্ত। ফলে ভিন রাজ্যের দুষ্কৃতী যোগের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2023 11:16 AM IST