কয়েক ঘণ্টা সংখ্যালঘু যুবককে প্রহার ! বলতে হবে জয় শ্রীরাম, কেঁপে কেঁপে বেরিয়েছে শেষ নিঃশ্বাস
Last Updated:
জনতার রোষ আছড়ে পড়ে, কয়েক ঘণ্টা ধরে প্রহার করা হয়েছিল ধৃত যুবককে
#ঝাড়খণ্ড: ফের জয় শ্রীরাম ধ্বনি নিয়ে রাজনীতি এবার আর রাজনীতিতেই সীমাবদ্ধ থাকলনা ৷ কেড়ে নিল নিরীহের প্রাণও ৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ ঝাড়খণ্ডে খরসাবত জেলায় তোর সন্দেহে এক সংখ্যা লঘু যুবককে বিদ্যুতের স্তম্বের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করেছে ৷
Jharkhand: 22-yr-old Tabrez who was beaten up by locals in Saraikela Kharsawan on suspicion of theft & was later arrested, died at a hospital yesterday. He was admitted to Sadar hospital yesterday morning & later referred to Tata Main Hospital Jamshedpur pic.twitter.com/gozxTaC3wO
— ANI (@ANI) June 24, 2019
advertisement
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে ওই যুবকের ৷ এখানেই শেষ নয় জনতার ভিড়ে বারবার তাকে বাধ্য করেছে জয় শ্রীরাম বলতে ৷ পুলিশ সূত্রে খবর ২৪ বছরের মৃত যুবকের নাম তবরেজ অন্সারি, তিনি তাঁর গ্রামে ফিরে যাচ্ছিলেন ৷ তখনই তাঁকে চোর সন্দেহে প্রহার করা হয়েছিল ৷
advertisement
Maqsood Alam, relative of Tabrez: They thrashed him & later gave him to police. He was suspected of theft but it was a communal attack. He was beaten because he had a Muslim name. They made him chant 'Jai Shri Ram' & 'Jai Hanuman' again & again. I demand the culprits be arrested pic.twitter.com/aTWLjrUkAg
— ANI (@ANI) June 24, 2019
advertisement
সূত্রের খবর ওই যুবককে বেঁধে চারদিক থেকে জনতা ঘিরে ফেলেছিলেন, জনতার রোষ আছড়ে পড়ে, কয়েক ঘণ্টা ধরে প্রহার করা হয়েছিল ধৃত যুবককে ৷ ১৮ জুন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল অভিযুক্তকে আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল ৷ ২২ জুন অভিযুক্তের অবস্থার অবনতি হওয়াতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে মৃত্যু হয়েছে যুবকের ৷
Location :
First Published :
June 24, 2019 9:23 AM IST