হরিয়ানায় কিশোরীকে গণধর্ষণ, অপমানে আত্মঘাতী নির্যাতিতা

Last Updated:

কাঠুয়া ও উন্নাও এর মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও মর্মান্তিক ঘটনা ৷ এবার হরিয়ানায় এমন নির্মম ঘটনা ঘটল ৷ মেওয়াটে এক ১৭ বছরের কিশোরীকে ৮ জন স্থানীয় যুবক মিলে গণধর্ষণ করে ৷ কিশোরী বাবা মায়ের সঙ্গেই থাকত ৷ রবিবার সকালে গ্রামের ৮ জন অপহরণ করে এরপর এক নির্জন জায়গায় অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে ৷

#হরিয়ানা: কাঠুয়া ও উন্নাও এর মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও মর্মান্তিক ঘটনা ৷ এবার হরিয়ানায় এমন নির্মম ঘটনা ঘটল ৷ মেওয়াটে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল ৮ জন স্থানীয় যুবকের বিরুদ্ধে ৷ কিশোরী তার বাবা মায়ের সঙ্গেই থাকত ৷ রবিবার সকালে গ্রামের ৮ জন যুবক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ করে ৷ এলাকা থেকে দূরে নির্জন জায়গায় অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে ৷
নির্যাতিতার পরিবার জানিয়েছন, অচৈতন্য মেয়েকে বাড়িতে ফিরিয়ে এনে তার কাউন্সিলিং করে ট্রমা কাটানোর চেষ্টা করেছিলেন ৷ ঘটনার ভয়বহতা কিছুতেই ভুলতে না পেরে, লজ্জা-ঘৃণায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কিশোরী ৷
advertisement
advertisement
মৃতার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে অপরাধীদের চিহ্নিত করেছিল ৷ ঘটনার আগে থেকে নিয়মিত তাকে অনুসরণ করত ওই ব্যক্তিরা ৷ আপত্তিকর আচরণও করে তার সঙ্গে। অভিযুক্তদের পরিবার তো বটেই গ্রামের প্রভাবশালীরা পুলিশে নালিশ না করার জন্য তাঁর ওপর চাপ দেয় বলে অভিযোগ করেছেন তিনি।
advertisement
পুলিশ সূত্রে খবর, অপরাধীদের ধরার জন্য একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷ খুব তাড়াতাড়ি তাদের গ্রেফতার করা হবে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
হরিয়ানায় কিশোরীকে গণধর্ষণ, অপমানে আত্মঘাতী নির্যাতিতা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement