ট্রেনের যাত্রীদের খাবারে ফ্রোজেন চিকেন আর নয়, নির্দেশিকা আইআরসিটিসি-র
Last Updated:
রেলের যাত্রীদের খাবারের গুণগতমান বজায় রাখতেই আরআরসিটিসির সিদ্ধান্ত ফ্রোজেন চিকেন আর নয় ৷ ভাগাড়ের মরা পশু ও খামারের মরা মুরগির মাংসের প্রভাব পড়ল এবার ট্রেন যাত্রীদের খাবারের উপরেও ৷ শহরের ছোট থেকে বড় সর্বত্রই মরা পশুর মাংস ব্যবহার নিয়ে তোলপাড় গোটা রাজ্য ৷ ঠিক সেই সময়েই ট্রেনের যাত্রীদের খাবারে ফ্রোজেন চিকেনের ওপর নিষেধাজ্ঞা জারি করল আরসিটিসি ৷
#কলকাতা: রেলের যাত্রীদের খাবারের গুণগতমান বজায় রাখতেই আরআরসিটিসির সিদ্ধান্ত ফ্রোজেন চিকেন আর নয় ৷ ভাগাড়ের মরা পশু ও খামারের মরা মুরগির মাংসের প্রভাব পড়ল এবার ট্রেন যাত্রীদের খাবারের উপরেও ৷ শহরের ছোট থেকে খাবারের দোকানে ভাগাড়ের মরা পশুর মাংস ব্যবহার নিয়ে তোলপাড় গোটা রাজ্য ৷ ঠিক সেই সময়েই ট্রেনের যাত্রীদের খাবারে ফ্রোজেন চিকেনের ওপর নিষেধাজ্ঞা জারি করল আরসিটিসি কর্তৃপক্ষ ৷
ট্রেনের যাত্রীদের জন্য কেবলমাত্র টাটকা মুরগির মাংস ব্যবহার করতে হবে ৷ রেলের খাবার দাবারের দায়িত্বে থাকা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে আইআরসিটিসিকে জানাতে হবে মাংসের উৎস সম্বন্ধে ৷
advertisement
advertisement
এতদিন দুরপাল্লার ট্রেনের ক্ষেত্রে ফ্রোজেন চিকেন ব্যবহার হত ৷ সারা রাজ্য জুড়ে ভাগাড়ের মরা পশু ও খামারের মরা মুরগির মাংস কাণ্ডের জেরেই রেলের যাত্রীদের খাবারে ফ্রোজেন চিকেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আইআরসিটিসি কর্তৃপক্ষ ৷
Location :
First Published :
April 30, 2018 7:19 PM IST