#সিউড়ি: কবর থেকে বেওয়ারিশ লাশ ময়নাতদন্তে পাঠালো বীরভূমের সদাইপুর থানার পুলিশ।
বীরভূমের সদাইপুরের মুথাবেরিয়ার কবরখানায় বৃহস্পতিবার চলছিলো গাছ কাটার কাজ। সেই কাজ চলাকালীন যারা কাজ করছিলেন তারাই ওই কবরখানায় দেখতে পান পচা গলা একটি মৃতদেহ। সেই মৃতদেহের ধর থেকে মাথা ছিলো আলাদা এবং হাত পায়ের একটি অংশ প্রায় পচে গিয়েছিলো। হঠাৎ করেই কবরস্থানে দেহ পরে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তাই আতঙ্কে কিছু মানুষ আবার সেই মৃতদেহটিকে মাটি চাপা দিয়ে দেয়। যদিও তারা মনে করেন ওই পচা গলা মৃতদেহটি হয়তো কোনও পশু বের করে থাকতে পারে মাটি থেকে।
ওই লাশ প্রকাশ্যে আসার পর স্থানীয় মোহনপুর, মুথাবেরিয়া, লক্ষণডিহি গ্রামের বাসিন্দারা একদিন পর শুক্রবার সদাইপুর থানা ঘেরাও করে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখান। তারা থানায় লিখিত অভিযোগ জানায় ,' কার লাশ তা চিহ্নিত না করেই তা কবর স্থানে রাখা হয়েছে।'
আরও পড়ুন-রাজ্যে ট্র্যাকে নামল লোকাল ট্রেন, দিঘায় সারপ্রাইজ, পুরুলিয়ায় দুর্ভোগ...
থানায় লিখিত অভিযোগ দায়ের পরই মুথাবেরিয়া ইদগাহ কমিটি, মসজিদ কমিটি ম্যাজিস্ট্রেট শুভদীপ পালিত , উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতে শনিবার ওই পচা গলা মৃতদেহটি কবর থেকে উদ্ধার করে পুলিশ। মসজিদ কমিটি ম্যাজিস্ট্রেট শুভদীপ পালিত জানান, "সকলের উপস্থিতিতে একটি অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার করা হলো। মৃতদেহ দেখে সেটি পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না। সারা শরীরে পচন ধরেছে। ময়না তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।"
অন্যদিকে মোহনপুরের এক বাসিন্দা মুফতি আব্দুস সামাদ বলেন, " মুথাবেরিয়া এক নম্বর কবরস্থানে একটি বেওয়ারিশ লাশ পড়েছিলো। আমাদের ধারণা ওই দেহ এখানকার নয়। কেও রেখে তা মাটি চাপা দিয়ে গিয়েছে। সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। ঠিক এই ঘটনার সাথে সাথেই চিনপাই সহ ওই এলাকায় বেশ কিছু নিখোঁজের অভিযোগ থানায় জমা পড়েছে। তাদের মধ্যে কোনো ব্যক্তির সাথে ওই মৃতদেহর সাদৃশ্য পাওয়া যাচ্ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum