অ্যাপক্যাব ড্রাইভারকে মারধর, ছিনতাই কাণ্ডে গ্রেফতার ৬

Last Updated:

কয়েকজন যুবক তারা অ্যাপ ক্যাপ বুক করে...

#কলকাতা: অ্যাপ ক্যাপ বুক করে চালককে মারধর করে চালকের টাকা-পয়সা, মোবাইল সহ অ্যাপ ক্যাব গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ছয়। গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃত ৬ জনের নাম- রাজু মজুমদার, শিভম শর্মা, বিশু কর্মকার, মহম্মদ সরফরাজ, তাপস মণ্ডল ও পরীক্ষিত রায়।
চলতি মাসের গত ৮ তারিখে রাজারহাট কাজিয়াল পাড়ার কাছে বেশ কয়েকজন যুবক তারা অ্যাপ ক্যাপ বুক করে। এরপর গাড়িতে উঠে চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা ছিনতাই করে এবং চালককে মারধর করে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় বলে রাজারহাট থানায় অভিযোগ জানান অ্যাপ ক্যাব চালক রাজা যাদব।
advertisement
রাজারহাট থানায় অভিযোগ হলে সেই দিনই গাড়িটিকে উদ্ধার করে পুলিশ এবং খোঁজ মিলছিল না দুষ্কৃতীদের। এরপরই তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ, প্রথমে বাগুইআটি এলাকা থেকে রাজু মজুমদার এবং শিভম শর্মা নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পায় পুলিশ। নদিয়ার ধানতলা এলাকা থেকে বিশু কর্মকার ও মহাম্মদ সরফারাজ ও নদিয়া থেকে তাপস মণ্ডল ও পরীক্ষিত রায়কে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃত ছয় জনকে বারাসাত আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে গোটা বিষয়ে তদন্ত করবে পুলিশ। এই দুষ্কৃতীদের সঙ্গে আরও কারা কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করছে রাজারহাট থানার পুলিশ।
advertisement
advertisement
Anup Chakrabarty
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
অ্যাপক্যাব ড্রাইভারকে মারধর, ছিনতাই কাণ্ডে গ্রেফতার ৬
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement