রাজধানীতে ২ কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৪

Last Updated:

ফের ধর্ষণ রাজধানীতে ৷ গণধর্ষণের শিকার হতে হল দুই কিশোরীকে ৷

#নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডের স্মৃতি উসকে ফের দিল্লিতে গণধর্ষণ। আমন বিহারে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল চার যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমন বিহার এলাকায় বন্ধু-বান্ধবীদের সঙ্গে একটি পার্কে বসেছিলেন ওই দুই কিশোরী। তাঁদের ওপর আচমকা হামলা চালায় পাঁচ অপরিচিত যুবক। দুই বান্ধবীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দুই কিশোরীর বন্ধুরাও। ওই দুই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে। ঘটনার পরেই দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর শুরু হয়েছে।  ৷ ঘটনার পর  দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে ৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮:৩০টা নাগাদ দুই বন্ধুর সঙ্গে হাটতে বেরিয়েছিলেন দুই তরুণী ৷ হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনের কাছে একটি নির্জন জায়গায় চলে যায় তারা ৷ আমান বিহার এলাকার মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি পার্কের ঘটনা । সেখানেই তাদের উপরে হামলা চালায় ধর্ষকরা ৷
পার্কে উপস্থিত চারজন ব্যক্তি যুবক যুবতীদের দেখে তাদের উপর হামলা চালায় ৷ প্রথমে যুবকদের বেধড়ক মারধর করেন অভিযুক্তরা ৷ তারপর তাদের আটকে রেখে তাদের সামনেই তরুণীদের ধর্ষণ করে ৷
advertisement
advertisement
এরপর পুলিশে যাতে খবর না দেওয়া হয় সেই বিষয়ে তাদের হুমকিও দেওয়া হয় ৷
স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পর নির্যাতিতাদের মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ৩২৩ ও ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধর্ষণের ঘটনায় আরও একজন যুক্ত রয়েছে বলে অনুমান পুলিশের ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
রাজধানীতে ২ কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৪
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement