রাস্তা দিয়ে যাচ্ছিল ১৬-র নাবালিকা, পথ আটকে ১৯ বছরের তরুণ যা কীর্তি করল

Last Updated:

হাবড়া হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা সহ আদালতে গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে৷

#হাবড়া: কিশোরীকে শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ৷  ঘটনাটি হাবড়া থানার গুমা মথুরাপুর খলপার এলাকার। অভিযুক্তর নাম উত্তম বারুই , তার বয়স ১৯ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত মাসের ১২ তারিখ হাবড়া থানার গুমা এলাকার বছর ১৬ র এক নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন সেই সময় নাবালিকার পূর্ব পরিচিত প্রতিবেশী যুবক ঐ নাবালিকার পথ আটকায় এবং নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
নাবালিকা বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে নাবালিকার মা হাবড়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন।ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের নেমে হাবড়া থানার পুলিশ রবিবার বিকেলে গুমা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পক্সো আইনের (POCSO Act) ধারায় হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে৷ অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়।পুলিশের পক্ষ থেকে হাবড়া হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা সহ আদালতে গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
রাস্তা দিয়ে যাচ্ছিল ১৬-র নাবালিকা, পথ আটকে ১৯ বছরের তরুণ যা কীর্তি করল
Next Article
advertisement
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা
  • অসঙ্গতি নিয়ে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • জেলার বিএলএ ও গুরুত্বপূর্ণ কর্মীদের ডাকা হয়েছে সভায়

  • বৈধ নাম বাদ পড়া নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে নির্দেশ

VIEW MORE
advertisement
advertisement