রাস্তা দিয়ে যাচ্ছিল ১৬-র নাবালিকা, পথ আটকে ১৯ বছরের তরুণ যা কীর্তি করল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
হাবড়া হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা সহ আদালতে গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে৷
#হাবড়া: কিশোরীকে শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ৷ ঘটনাটি হাবড়া থানার গুমা মথুরাপুর খলপার এলাকার। অভিযুক্তর নাম উত্তম বারুই , তার বয়স ১৯ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত মাসের ১২ তারিখ হাবড়া থানার গুমা এলাকার বছর ১৬ র এক নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন সেই সময় নাবালিকার পূর্ব পরিচিত প্রতিবেশী যুবক ঐ নাবালিকার পথ আটকায় এবং নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
নাবালিকা বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে নাবালিকার মা হাবড়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন।ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের নেমে হাবড়া থানার পুলিশ রবিবার বিকেলে গুমা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পক্সো আইনের (POCSO Act) ধারায় হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে৷ অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়।পুলিশের পক্ষ থেকে হাবড়া হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা সহ আদালতে গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে৷
view commentsLocation :
First Published :
August 02, 2021 11:53 AM IST

