বুলন্দশহরে নাবালককে জীবন্ত পুড়িয়ে মারা হল
Last Updated:
ধর্ষণের ঘটনার পর সপ্তাহ কাটতে না কাটতেই ফের একবার শিরোনামে বুলন্দশহরে ৷ নিজের নাবালক ভাইকে জীবন্ত পুড়িয়ে মারা অভিযোগ উঠল তার দিদির বিরুদ্ধে ৷
#বুলন্দশহর: ধর্ষণের ঘটনার পর সপ্তাহ কাটতে না কাটতেই ফের একবার শিরোনামে বুলন্দশহর ৷ নিজের নাবালক ভাইকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার দিদির বিরুদ্ধে ৷ মঙ্গলবার ১২ বছরের ছেলে রোহিত ও মেয়েকে বাড়িতে রেখে কাজে বেড়িয়েছিলেন মা অঞ্জু দেবী ৷ এরপর একটি ফোন পেয়ে ছুটে এসে বাড়ির ছাদে ছেলের অগ্নিদগ্ধ দেখতে পেলেন ৷ জানা গিয়েছে, নাবালককে প্রথমে হাত পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ও পরে কেরোসিন ঢেলে জীবন্ত পুড়িয়ে মারা হয় ৷
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত ছেলেটির দিদি ও তার প্রেমিক এই ঘটনার সঙ্গে জড়িত ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে যে ছেলেটির অগ্নিদগ্ধ দেহের পাশে তার দিদি বসে রয়েছে ৷ তার হাতে ও জামা কাপড়ে রক্তের দাগ লেগে রয়েছে ৷ ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল ও লাঠি উদ্ধার করেছে পুলিশ ৷
এসপি মন সিং চৌহান জানিয়েছেন অঞ্জুদেবী কাজের জন্য বাইরে গেলেই প্রায়ই তাদের বাড়তে তার মেয়ের প্রেমিক আসত ৷ এই খুনে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে ৷ তবে ঠিক কী কারণে নাবালক ছেলেটিকে খুন করা হয়েছে তা এখনও পরিষ্কার নয় ৷ মৃতের দিদি ও তার প্রেমিককে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করা হয়েছে ৷ খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হবে ৷
advertisement
Location :
First Published :
August 03, 2016 12:52 PM IST