#কলকাতা: করোনায় আক্রান্ত মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। আপাতত চিকিৎসকেরা তাঁঁকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। গত রবিবার সাধন পান্ডের শ্যালক শহরের এক বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনার পরই করোনা টেস্ট করেন সুপ্তিদেবী। সেই পরীক্ষার ফলই পজিটিভ আসে ।
সুজিত বসুর পর রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় কোনও সদস্যের বাড়িতে থাবা বসালো করোনা। বিধানসভার মুখ্যসচেতক এবং তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পরিবারেও থাবা বসিয়েছিল করোনা৷ ইতিমধ্যেই করোনায় মৃত্যু হয়েছে তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষের। ওদিকে করোনায় আক্রান্ত হয়েছেন পিডিএস নেতা সমীর পুততুণ্ডু। হোম আইসোলেশনে থাকা সমীরবাবুকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ দিকে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যে আবাসনে থাকেন, সেখানেও থাবা বসিয়েছে করোনা৷ জানা গিয়েছে, ওই আবাসনের বাসিন্দা এক বৃদ্ধা করোনায় আক্রান্ত৷ তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷
SOURAV GUHA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Sadhan Pandey