অযথা মাস্কে মুখ ঢাকতে হবে না! জানুন কারা মাস্ক পরবেন আর কারা পরবেন না?

Last Updated:

মাস্ক পরলেই কী আপনি সুরক্ষিত? মাস্ক নিয়ে অনেকের অনেক মত রয়েছে৷

#কলকাতা: দেশজুড়ে গৃহবন্দী অনেকেই৷ আপতকালীন কাজে যুক্ত না থাকলে সকলেই এখন ঘরেই রয়েছেন৷ ঘরে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? বারবার হাত ধুতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷ তবে মাস্কও কি পরে থাকতে হবে সবসময়? মাস্ক নিয়ে অনেকের অনেক মত রয়েছে৷
করোনা ভাইরাস থেকে বাঁচতে বাড়িতেও কি পরতে হবে মাস্ক? মাস্ক পরলেই কি আপনি সুরক্ষিত? অন্তত তেমনই তো মনে করছেন সাধারণ মানুষ৷ কারণ করোনা ভাইরাস মূলত ছড়াচ্ছে স্পর্শ থেকে৷ তাই ঘরের বাইরে গেলেই মুখে মাস্ক বাঁধছেন সকলে৷ মাস্কেই থামানো যাবে করোনা ভাইরাস৷ মানুষের মনে এই ধারণাই হয়েছে বদ্ধমূল৷ ফলে মাস্ক নিয়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছে৷ মাস্কের আস্তরণে অনেকটাই নিরাপদ থাকবেন সাধারণ মানুষ, এই বিশ্বাস ভীষণভাবে ছড়িয়েছে৷ তবে এই তথ্য কতটা সত্যি? সবাইকেই কি পরতে হবে মাস্ক? এই বিষয় সঠিক তথ্য নেই অনেকের কাছেই৷ শুধুমাত্র যারা করোনা ভাইরাস রোগীর সংস্পর্শে আসছেন তাদের জন্যই এই মাস্ক প্রয়োজন৷ মাস্ক নিয়ে নানাবিধ ভুল তথ্যের মধ্যেই এই নিয়ে দিশা দেখালেন অভিজ্ঞ চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়৷ হাসপাতালে, চিকিৎসা কর্মীদের তিনি সহজভাবে বুঝিয়ে দিলেন যে কারা মাস্ক পরবেন বা কারা মাস্ক পরবেন না৷ ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ শুনে নিন মাস্ক পরা নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ৷
advertisement
বাড়িতে থাকুন না বাইরে যান, মাস্ক ব্যবহার করুন সঠিকভাবে৷ কারণ অযথা ভয় পেয়ে মাস্ক পরার প্রয়োজন নেই৷ মাস্ক তারাই পড়ুন যারা সরাসরি যুক্ত রয়েছেন করোনার চিকিৎসার ক্ষেত্রে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অযথা মাস্কে মুখ ঢাকতে হবে না! জানুন কারা মাস্ক পরবেন আর কারা পরবেন না?
Next Article
advertisement
Human Washing Machine: জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
  • মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন তৈরি করল জাপানি সংস্থা৷

  • হিউম্যান ওয়াশিং মেশিন তৈরি করেছে সায়েন্স নামে সংস্থা৷

  • ১৫ মিনিটের মধ্যেই পরিষ্কার করিয়ে শরীর শুকিয়ে দেবে এই যন্ত্র৷

VIEW MORE
advertisement
advertisement