করোনা আতঙ্ক: ক্লাস নয়, স্কুলই বন্ধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত, নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

Last Updated:

তবে বোর্ড পরীক্ষা গুলিতে শিক্ষক-শিক্ষিকাদের ও কর্মচারীদের আসতে হবে বলেও জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

#কলকাতা: শুধু ক্লাস নয়, করোনা আতঙ্কে রাজ্য সরকারের স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। সোমবার এমনই নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি শিক্ষকরা প্রশাসনিক কাজ করবেন নিজেদের বাড়ি থেকেই ৷ এর আগে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়েছিল৷ এ বার তা বাড়ানো হল৷ তবে কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৩১ মার্চ পর্যন্তই বন্ধ থাকবে৷
গত শনিবার, ৩১ মার্চ পর্যন্ত রাজ্য স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে ছুটির নির্দেশিকা দেয় মুখ্যমন্ত্রীর দফতর। সেই নির্দেশিকা মেনে রাজ্য স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা জারি করলেও তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। মূলত নির্দেশিকায় স্কুল ছুটি দেওয়ার কথা বলা হয়নি, বরং ক্লাস বন্ধ রাখার কথা বলা হয়েছিল। যা নিয়ে স্কুল গুলি নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছিল না। বিশেষত স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের ছুটি দেওয়া নিয়ে তৈরি হয় চরম বিভ্রান্তি।সেই বিভ্রান্তি কাটাতেই স্কুল শিক্ষা দফতরের নির্দেশেই মধ্যশিক্ষা পর্ষদ সোমবার নির্দেশিকা জারি করে।তবে বোর্ড পরীক্ষা গুলিতে শিক্ষক-শিক্ষিকাদের ও কর্মচারীদের আসতে হবে বলেও জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই সেই নির্দেশিকা রাজ্যের সব স্কুলের প্রধান শিক্ষক -প্রধান শিক্ষিকাদের পাঠিয়ে দেওয়া হয়েছে।
advertisement
করোনা আতঙ্কে ইতিমধ্যেই রাজ্যের একাধিক কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আবার কোন কোন প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলেছে অধ্যাপকদের। ১৫ এপ্রিল পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলেছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি। গত সপ্তাহেই কেন্দ্রীয়় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি রাজ্যের তরফেও ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। শনিবারই মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই নির্দেশিকা দেওয়া হয়। তার সঙ্গে জানানো হয় সূচি মেনেই  বোর্ডের পরীক্ষাগুলি নেওয়া় হবে। রাজ্যে এখন উচ্চমাধ্যমিক, আইসিএসই,আইএসসিও সিবিএসই এর পরীক্ষা চলছে।
advertisement
advertisement
কিন্তু ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণার কথা বলা হলেও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা নিয়ে চরম বিভ্রান্তি ছড়ায় বিশেষত স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের আসতে হবে নাকি তা নিয়ে স্পষ্ট কিছু না বলায় স্কুলগুলি তরফেও নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছিল না। অবশেষে ছুটি নিয়ে সোমবার নিজেদের অবস্থান স্পষ্ট করে ফের নির্দেশিকা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয় পরীক্ষা ছাড়া অন্যান্য দিন গুলিতে স্কুল ছুটি থাকবে।শিক্ষক-শিক্ষিকাদের বা কর্মচারীদের স্কুলে আসতে হবে না। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন " স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মেনেই  নির্দেশিকা জারি করা হয়েছে।"
advertisement
ঠিক একই ভাবে রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহ, অডিটোরিয়াম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে গত শনিবার রাজ্য সরকার ৩১ মার্চ পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।
Somraj Banerjee
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আতঙ্ক: ক্লাস নয়, স্কুলই বন্ধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত, নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement