হোম /খবর /করোনা ভাইরাস /
জুলাইতেও টিকার অভাব, পরিসংখ্যান দিয়ে কেন্দ্রের দিকে আঙুল রাজ্য স্বাস্থ্য দফতরের

Covid 19 Vaccine Crisis in Bengal: জুলাইতেও টিকার অভাব, পরিসংখ্যান দিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলল রাজ্য স্বাস্থ্য দফতর

পর্যাপ্ত টিকা দিচ্ছে না কেন্দ্র, অভিযোগ রাজ্য স্বাস্থ্য দফতরের৷ প্রতীকী ছবি৷

পর্যাপ্ত টিকা দিচ্ছে না কেন্দ্র, অভিযোগ রাজ্য স্বাস্থ্য দফতরের৷ প্রতীকী ছবি৷

টিকার ঘাটতির মধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতর এখন বেশি চিন্তিত কোভ্যাক্সিন-এর ঘাটতি নিয়ে৷ রাজ্যের হাতে এই মুহূর্তে কোভ্যাক্সিন-এর মাত্র ১ লক্ষ ডোজ রয়েছে (Covid 19 Vaccine Crisis in Bengal)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মাসে দেড় কোটি ডোজ টিকা দেওয়ার পরিকাঠামো রয়েছে রাজ্য সরকারের৷ কিন্তু অপর্যাপ্ত সরবরাহের জন্যই টিকাকরণের গতি শ্লথ হয়ে যাচ্ছে৷ এমনই দাবি করলেন রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা অজয় চক্রবর্তী৷ তাঁর আরও দাবি, জুলাই মাসেই কেন্দ্রীয় সরকারের কাছে মোট ৭৫ লক্ষ ডোজ টিকা চাওয়া হয়েছিল৷ কিন্তু এখনও পর্যন্ত মাত্র ৫৪ লক্ষ টিকা পাওয়া গিয়েছে৷ জুলাই মাসের বাকি যে কদিন বাকি রয়েছে, তার মধ্যে খুব বেশি হলে আর পাঁচ লক্ষ ডোজ টিকা আসতে পারে বলেই মনে করছে স্বাস্থ্য দফতর৷

চাহিদা অনুযায়ী টিকা না পাওয়া নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই৷ শুক্রবারও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন, শুধুমাত্র রাজনীতির করার জন্যই অপর্যাপ্ত টিকা নিয়ে অভিযোগ করছে কয়েকটি রাজ্য৷

রাজ্য সরকার অবশ্য এখনও তাদের আগের অবস্থানেই অনড়৷ রাজ্য স্বাস্থ্য দফতরের ওই কর্তার দাবি, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২ কোটি ৩৬ লক্ষ টিকার ডোজ পাওয়া গিয়েছে৷ ১৭ লক্ষ ডোজ টিকা সরাসরি নির্মাতাদের থেকে কিনেছে রাজ্য সরকার৷

টিকার ঘাটতির মধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতর এখন বেশি চিন্তিত কোভ্যাক্সিন-এর ঘাটতি নিয়ে৷ রাজ্যের হাতে এই মুহূর্তে কোভ্যাক্সিন-এর মাত্র ১ লক্ষ ডোজ রয়েছে৷ কিন্তু চাহিদা এর তুলনায় অনেক বেশি৷ ফলে কোভ্যাক্সিন-এর প্রথম ডোজ দেওয়া কার্যত বন্ধ৷ যাঁদের কোভ্যাক্সিন-এর দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হয়ে গিয়েছে, তাঁদের জন্য কীভাবে টিকার আয়োজন করা হবে, তাই ভেবে পাচ্ছেন না স্বাস্থ্য দফতরের কর্তারা৷ কোভ্যাক্সিন-এর আরও ২ লক্ষ ৫৫ হাজার ডোজ এই মুহূর্তে রাজ্যের প্রয়োজন৷ স্বাস্থ্য দফতরের কর্তাদের আশা, আগামী ২৬ তারিখ সেই টিকা এসে পৌঁছতে পারে৷

কো উইন পোর্টালের তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৭৬ লক্ষ ৫৬ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে৷ এর মধ্যে প্রথম ডোজের জন্য লেগেছে ১ কোটি ৯৫ লক্ষ এবং দ্বিতীয় ডোজের জন্য লেগেছে ৮১ লক্ষ ৯০ হাজার টিকা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus, Covid 19 Vaccine