WB Corona Update : রাজ্যে ১০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ, হাসপাতাল থেকে বাড়িমুখী করোনা মুক্ত ১৭,২২২
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ (Covid 19 cases) নামল ১০ হাজারের নীচে। সঙ্গে রেকর্ড সংখ্যায় কমল অ্যাক্টিভ কেসও (Active Cases)। পরীক্ষার সংখ্যা বাড়লেও সংক্রমণ লক্ষ্যনীয়ভাবে কমাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরাও।
স্বাস্থ্য দফতরের সোমবারের করোনা বুলেটিন অনুসারে রাজ্যে পরীক্ষা হয়েছিল প্রায় ৫৯ হাজার। আর আক্রান্ত ছিলেন ১০,১৩৭। মঙ্গলবারের বুলেটিন অনুসারে পরীক্ষা হয়েছে প্রায় ৬৫ হাজার আর আক্রান্ত ৯,৪২৪। কলকাতায় সংক্রমণ ১,০০০-এর কাছে। উত্তর ২৪ পরগনায় ২,০০০-এর নীচে নামার অপেক্ষায় দৈনিক আক্রান্তের সংখ্যা। বাকি সংমস্ত জেলায় সংক্রমণ তিন অংকে। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩,৮৫,৮০১।
advertisement
যদিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেনি তেমন। এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। কলকাতায় ৩২ জন, উত্তর ২৪ পরগনায় ৩৭ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৬৭৮-এ। এদিন সংক্রমণের হার ছিল ১৪.৪৮ শতাংশ। বীরভূম ছাড়া রাজ্যের সমস্ত জেলাতেই অ্যাক্টিভ কেসের সংখ্যা নিম্নমুখি। এদিন রাজ্যে রেকর্ড ৮,৪৩৫টি অ্যাক্টিভ কেস কমেছে। ফলে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ৭৮,৬১৩। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.২০ শতাংশ। মঙ্গলবার রাজ্যে সুস্থ হয়েছেন ১৭,৭২২ জন।
advertisement
Location :
First Published :
June 01, 2021 9:33 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
WB Corona Update : রাজ্যে ১০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ, হাসপাতাল থেকে বাড়িমুখী করোনা মুক্ত ১৭,২২২