West Bengal Corona Update : রাজ্যের করোনাগ্রাফে স্বস্তি, হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ...

Last Updated:

সোমবার একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ (Daily Corona Update)। দীর্ঘদিন পর এক হাজারের নিচে নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (West Bengal Corona Update)। কমেছে মৃ্ত্যুও।

সোমবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। তাঁদের মধ্যে ১০৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এই জেলায় দৈনিক সংক্রমণ সর্বোচ্চ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ জন। উত্তর ২৪ পরগনা ছাড়া অন্য কোনও জেলায় ১০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মেলেনি। এই পরিসংখ্যান নিসন্দেহে স্বস্তি দিচ্ছে রাজ্য স্বাস্থ্যদপ্তরকে। এদিন রাজ্যে ৪০ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় রাজ্যের পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ২.১৯ শতাংশ।
advertisement
কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। তাঁদের মধ্যে ৩ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। দৈনিক মৃত্যুর নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে এই জেলা। একই সময়ে কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলা থেকে মৃত্যুর খবর মিলেছে। তবে একই সময়ে এ রাজ্যে করোনাযুদ্ধে জয়ী হয়েছেন ১৬৯৭ জন। যা দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুন। রাজ্যে করোনার শৃঙ্খল ভাঙলে কড়া বিধিনিষেধ জারি হয়েছিল। মিলেছে তার সুফলও। কিন্তু তৃতীয় ঢেউ রুখতে রাজ্যবাসীকে কোভিডবিধি মেনে চলার আবেদন জানাচ্ছে চিকিৎসকেরা।
advertisement
advertisement
এদিকে এদিন বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৩ শতাংশ। চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫০। যা রবিবারের তুলনায় ৮৩০ জন কম।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
West Bengal Corona Update : রাজ্যের করোনাগ্রাফে স্বস্তি, হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement