'আরও টাকা ছাপুন, আমার টাকা নিন', কোভিড-বার্তা বিজয় মালিয়ার
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
এই প্রথম নয়। করোনা আবহে একাধিকবার মুখ খুলেছেন বিজয় মালিয়া। বলেছেন, "আমি কিংফিশারের সমস্ত ঋণের টাকা ফিরিয়ে দিতে চাই। ব্যাঙ্ক আমার থেকে টাকা ফেরত নিচ্ছে না। "
#লন্ডন: বুধবারই আর্থিক পুনরুজ্জীবনের জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের প্রথম ধাপ ঘোষণা করেছে অর্থমন্ত্রক। সেই প্যাকেজের ভূয়সী প্রশংসা করলেন বিজয় মালিয়া। পাশাপাশি, তাঁর অভিযোগ, বারংবার অনুরোধ করলেও তাঁর কথায় কর্ণপাত করছে না সরকার। ফেরত নিচ্ছে না ধারের টাকা।
বৃহস্পতিবার সকালেই বিজয় মালিয়া ট্যুইটারে মুখ খুলেছেন সরকারের আর্থিক প্যাকেজটি নিয়ে। তিনি লিখছেন, "কোভিড প্যাকেজের জন্য সরকারকে শুভেচ্ছা। যত খুশি টাকা ছাপান তারা। কিন্তু আমার মতো একজন সাধারণ দাতার কথায় কেন কর্ণপাত করা হচ্ছে না? আমি তো ঋণের ১০০ শতাংশ টাকা ফেরত দিতে চাই। সরকার দয়া করে এই অর্থ নিঃশর্তে গ্রহণ করে এই অধ্যায় শেষ করুক।"
advertisement
এই প্রথম নয়। করোনা আবহে একাধিকবার মুখ খুলেছেন বিজয় মালিয়া। বলেছেন, "আমি কিংফিশারের সমস্ত ঋণের টাকা ফিরিয়ে দিতে চাই। ব্যাঙ্ক আমার থেকে টাকা ফেরত নিচ্ছে না। "
advertisement
ঋণখেলাপি ফেরারদের তালিকায় প্রথমেই রয়েছেন বিজয় মালিয়া। ঋণ ফেরানোর ট্রাইবুনাল জানিয়ে দিয়েছে বিজয় মালিয়াকে মোট ফেরাতে হবে ৬২০০ কোটি টাকা। কিংফিশার কর্তার অবশ্য দাবি, তিনি ৩০০০ কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন।
Location :
First Published :
May 14, 2020 10:24 AM IST