মিলল ছাড়পত্র! করোনা সারাতে এবার ব্যবহার হবে ইবোলার ওষুধ

Last Updated:

আপাতত ১৫ লক্ষ রেমডিসিভার তৈরি করবে এই সংস্থা। সংস্থার দাবি, করোনা চিকিৎসার প্রথম থেরাপি এই রেমডিসিভার। তা হাজারে আনার দায়িত্ব পেয়ে গর্বিত তাঁরা।

#ওয়াশিংটন: ইবোলা মোকাবিলায় কার্যকরী হয়েছিল রেমডিসিভার। এবার সেই ওষুধকেই করোনা মোকাবিলায় ব্যবহার করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। বেশ কয়েকটি ক্লিনিকাল ট্রায়ালে সাফল্য পাওয়ার পরে শনিবার এই ড্রাগকে হাসপাতালে জরুরিকালীন পরিস্থিতিতে ব্যবহারের অনুমতি দিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশান।
তবে বিশেষজ্ঞরা একই সঙ্গে সতর্ক করছেন, মূলত ইবোলা প্রতিকারে আবিষ্কৃত এই ওষুধ কোনও চটজলদি সমাধান নয়। 'ম্যাজিক বুলেট' ভেবে নিয়ে করোনা মোকাবিলায় একে ব্যবহারও করা যাবে না।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ওষুধটি করোনা রোগীর শরীরে প্রবেশ করে, ভাইরাসটির প্রতিলিপি বানানো আটকাবে।
advertisement
রবিবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এই ওষুধের প্রস্তুতকারক সংস্থা গিলেডের চিফ এক্সিকিটিভ ড্যানিয়েল ও'ডে। তিনিই সংবাদমাধ্যমকে এফডিএ-এর ছড়পত্রের কথা প্রথম জানান।
advertisement
আপাতত ১৫ লক্ষ রেমডিসিভার তৈরি করবে এই সংস্থা। সংস্থার দাবি, করোনা চিকিৎসার প্রথম থেরাপি এই রেমডিসিভার। তা হাজারে আনার দায়িত্ব পেয়ে গর্বিত তাঁরা।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মিলল ছাড়পত্র! করোনা সারাতে এবার ব্যবহার হবে ইবোলার ওষুধ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement