পাকিস্তান পারেনি, যোগী পেরেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ পাক মিডিয়া

Last Updated:

ট্যুইটে সংবাদমাধ্যমের রেসিডেন্ট এডিটরের দাবি, করোনা মোকাবিলায় পাকিস্তানকে দশ গোল দিয়েছে যোগী সরকার ৷

#ইসলামাবাদ: পাকিস্তানের মুখে ভারতের গুণগান! নিজের দেশের প্রধানমন্ত্রীর থেকে এগিয়ে রাখছেন ‘প্রতিবেশী’ রাষ্ট্রের এক রাজ্যের মুখ্যমন্ত্রীকে! বিশ্বাস করতে কষ্ট হলেও এমনটাই ঘটেছে ৷ অসম্ভবকে সম্ভব করেছেন যোগী আদিত্যনাথ ৷ তাঁর নেতৃত্বের ফ্যান হয়ে গিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম ৷ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেওয়া পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খানের দেশের সংবাদমাধ্যম The Dawn’ ৷ ট্যুইটে সংবাদমাধ্যমের রেসিডেন্ট এডিটরের দাবি, করোনা মোকাবিলায় পাকিস্তানকে দশ গোল দিয়েছে যোগী সরকার ৷
করোনা সংক্রমণের দাপট সামলাতে বিধ্বস্ত পাকিস্তান ভারত দুই দেশই ৷ লকডাউন, স্বাস্থ্যবিধি কোনওকিছুতেই সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না ৷ কিন্তু এমতাবস্থায় পাকিস্তান ও ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে তুলনা টেনে ট্যুইট করেন দ্য ডনের রেসিডেন্ট এডিটর ফাওয়াদ হুসেন ৷ সেখানে তাঁর দাবি, পাকিস্তানের থেকে অনেক বেশি ভাল করোনা পরিস্থিতির মোকাবিলা করছে উত্তরপ্রদেশ ৷
advertisement
ফাওয়াদ হুসেনের মতে, পাকিস্তান ও উত্তরপ্রদেশের জনসংখ্যা ও সাক্ষরতার হার মোটামুটি একইরকম ৷ তবে পাকিস্তানের জনঘনত্ব উত্তরপ্রদেশের থেকে অনেক কম এবং জিডিপিও বেশি ৷ তবু উত্তরপ্রদেশ যা করে দেখিয়েছে পাকিস্তান তা করতে পারেনি ৷ ট্যুইটে দ্য ডনের রেসিডেন্ট এডিটর বলেন, ‘যোগী আদিত্যনাথ যেভাবে কড়া হাতে লকডাউন বহাল রেখেছিলেন, তা আমরা পারেনি ৷’ ট্যুইটের সঙ্গে পরিসংখ্যান বোঝাতে তিনি একটি গ্রাফও তুলে ধরেন ৷
advertisement
advertisement
উল্লেখ্য, পাকিস্তানের জনসংখ্যা ২০ কোটি আর  উত্তরপ্রদেশের জনসংখ্যা ২২.৫ কোটি ৷ এর মধ্যে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১০ হাজার ২৬১ জন ৷ অন্যদিকে, পাকিস্তানে করোনা আক্রান্ত এক লক্ষ ছুঁয়েছে ৷ ফাওয়াদের দাবি, চিনকে করোনা আক্রান্তের সংখ্যায় পিছনে ফেলে দেওয়া মহারাষ্ট্রও পাকিস্তানের থেকে ভাল অবস্থায় রয়েছে ৷ সবমিলিয়ে প্রতিবেশীর মুখে এমন ভূয়সী প্রশংসা শুনে শুধু ইউপি-বাসীরা নয়, উচ্ছসিত গোটা ভারতই ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পাকিস্তান পারেনি, যোগী পেরেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ পাক মিডিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement