পাকিস্তান পারেনি, যোগী পেরেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ পাক মিডিয়া

Last Updated:

ট্যুইটে সংবাদমাধ্যমের রেসিডেন্ট এডিটরের দাবি, করোনা মোকাবিলায় পাকিস্তানকে দশ গোল দিয়েছে যোগী সরকার ৷

#ইসলামাবাদ: পাকিস্তানের মুখে ভারতের গুণগান! নিজের দেশের প্রধানমন্ত্রীর থেকে এগিয়ে রাখছেন ‘প্রতিবেশী’ রাষ্ট্রের এক রাজ্যের মুখ্যমন্ত্রীকে! বিশ্বাস করতে কষ্ট হলেও এমনটাই ঘটেছে ৷ অসম্ভবকে সম্ভব করেছেন যোগী আদিত্যনাথ ৷ তাঁর নেতৃত্বের ফ্যান হয়ে গিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম ৷ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেওয়া পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খানের দেশের সংবাদমাধ্যম The Dawn’ ৷ ট্যুইটে সংবাদমাধ্যমের রেসিডেন্ট এডিটরের দাবি, করোনা মোকাবিলায় পাকিস্তানকে দশ গোল দিয়েছে যোগী সরকার ৷
করোনা সংক্রমণের দাপট সামলাতে বিধ্বস্ত পাকিস্তান ভারত দুই দেশই ৷ লকডাউন, স্বাস্থ্যবিধি কোনওকিছুতেই সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না ৷ কিন্তু এমতাবস্থায় পাকিস্তান ও ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে তুলনা টেনে ট্যুইট করেন দ্য ডনের রেসিডেন্ট এডিটর ফাওয়াদ হুসেন ৷ সেখানে তাঁর দাবি, পাকিস্তানের থেকে অনেক বেশি ভাল করোনা পরিস্থিতির মোকাবিলা করছে উত্তরপ্রদেশ ৷
advertisement
ফাওয়াদ হুসেনের মতে, পাকিস্তান ও উত্তরপ্রদেশের জনসংখ্যা ও সাক্ষরতার হার মোটামুটি একইরকম ৷ তবে পাকিস্তানের জনঘনত্ব উত্তরপ্রদেশের থেকে অনেক কম এবং জিডিপিও বেশি ৷ তবু উত্তরপ্রদেশ যা করে দেখিয়েছে পাকিস্তান তা করতে পারেনি ৷ ট্যুইটে দ্য ডনের রেসিডেন্ট এডিটর বলেন, ‘যোগী আদিত্যনাথ যেভাবে কড়া হাতে লকডাউন বহাল রেখেছিলেন, তা আমরা পারেনি ৷’ ট্যুইটের সঙ্গে পরিসংখ্যান বোঝাতে তিনি একটি গ্রাফও তুলে ধরেন ৷
advertisement
advertisement
উল্লেখ্য, পাকিস্তানের জনসংখ্যা ২০ কোটি আর  উত্তরপ্রদেশের জনসংখ্যা ২২.৫ কোটি ৷ এর মধ্যে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১০ হাজার ২৬১ জন ৷ অন্যদিকে, পাকিস্তানে করোনা আক্রান্ত এক লক্ষ ছুঁয়েছে ৷ ফাওয়াদের দাবি, চিনকে করোনা আক্রান্তের সংখ্যায় পিছনে ফেলে দেওয়া মহারাষ্ট্রও পাকিস্তানের থেকে ভাল অবস্থায় রয়েছে ৷ সবমিলিয়ে প্রতিবেশীর মুখে এমন ভূয়সী প্রশংসা শুনে শুধু ইউপি-বাসীরা নয়, উচ্ছসিত গোটা ভারতই ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পাকিস্তান পারেনি, যোগী পেরেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ পাক মিডিয়া
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement