Kejriwal Announces Delhi Unlock: করোনা গ্রাফ নীচে, আগামী সোমবার থেকে দিল্লিতে শুরু 'আনলক'! ঘোষণা কেজরিওয়ালের

Last Updated:

আগামী ৩১ মে, ২০২১ সোমবার থেকে দিল্লিতে (Delhi Coronavirus) শুরু হচ্ছে 'আনলক' পর্ব (Delhi Unlock)। শুক্রবার ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal Announces Delhi Unlock)।

#নয়াদিল্লি: আগামী ৩১ মে, ২০২১ সোমবার থেকে দিল্লিতে (Delhi Coronavirus) শুরু হচ্ছে 'আনলক' পর্ব (Delhi Unlock)। শুক্রবার ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই আনলক পর্ব করা হবে বিভিন্ন পর্যায়ে ভাগ করে ধাপে ধাপে। সোমবার থেকে রাজধানীতে কলকারখানা ও নির্মাণের কাজ শুরু করা হবে। গত ১৯ এপ্রিল থেকে ধাপে ধাপে লকডাউন (Delhi Lockdown) জারি করা হয়েছিল দিল্লিতে। এপ্রিলে একদিনে প্রায় ২৫ হাজার করোনায় সংক্রামিত পাওয়া গিয়েছিল রাজধানীতে। গত সপ্তাহেই ৩১ মে পর্যন্ত দিল্লিতে লকডাউন বাড়ানো হয়েছিল।
দিল্লির মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বিগত কয়েকদিন যাবৎ রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। কেজরিওয়াল শুক্রবার বলেছেন, 'এ বার সব কিছুই খুলে দেওয়া জরুরি। না-হলে অনাহারে মরতে হবে মানুষকে।' তিনি ঘোষণা করেছেন, 'সোমবার থেকেই শিল্পাঞ্চলের উৎপাদন কেন্দ্রগুলিকে কাজ শুরু করা যাবে।' গত সপ্তাহে অরবিন্দ কেজরিওয়ালের দাবি করেছিলেন, সংক্রমণ হারও ৫ শতাংশের নীচে। লকডাউন করেই কোভিডের দ্বিতীয় ঝড় আটকানো সম্ভব হয়েছে।
advertisement
advertisement
advertisement
দিল্লির মুখ্যমন্ত্রী এও জানিয়েছিলেন, দ্বিতীয় ঢেউয়ের শুরুতে যেভাবে অক্সিজেন-সহ চিকিৎসার বিভিন্ন সরঞ্জামের জন্য হাহাকার দেখা গিয়েছিল, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যে কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শুক্রবার দিল্লিতে নতুন করে ১১০০ নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। যদিও এখনই অকারণ বাড়ি থেকে বেরনো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেছেন, 'দিল্লির করোনার সংক্রমণের হার ১.৫ শতাংশের নীচে চলে এসেছে, তবুও এই লড়াই এখনও শেষ হয়নি।'
advertisement
এরই সঙ্গে কেজরিওয়াল মনে করিয়ে দিয়েছেন, আনলক শুরু হওয়ার পর যদি ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করে, তাহলে ফের লকডাউনের পতেই হাঁটবে দিল্লি। এদিন DDMA-এর তরফে আনলকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে আনলক করা হবে। নজর রাখা হবে টিকাকরণের হারের দিকেও।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Kejriwal Announces Delhi Unlock: করোনা গ্রাফ নীচে, আগামী সোমবার থেকে দিল্লিতে শুরু 'আনলক'! ঘোষণা কেজরিওয়ালের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement