লকডাউনের কারণে দেশের বিভিন্ন স্থানে আটকা পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকার কো-অপারেট করছে না, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার কী ভাবছে, তার উত্তরও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ|
#কলকাতা: পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার৷ ট্রেনের জন্য আবেদন করছে না৷ রাজ্যের ভূমিকা যন্ত্রণাদায়ক৷ এমনই জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, চিঠিতে অমিত শাহ লিখেছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র৷ ট্রেনের জন্য আবেদন করছে না রাজ্য৷ কিন্তু রাজ্য সরকার কো-অপারেট করছে না৷ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার কী ভাবছে, তার উত্তরও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
Home Minister Amit Shah sent a letter to West Bengal CM Mamata Banerjee, expressing his dismay over the state government stonewalling efforts by the Centre to facilitate transportation of migrant labourers back to State.
করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চলছে৷ বাংলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে কেন্দ্রের হিসেব ও রাজ্য সরকারের হিসেব মিলছে না৷ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় লকডাউন ঠিক মতো মানা হচ্ছে না বলেও অভিযোগ তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ রাজ্যে ঘুরে গিয়েছে কেন্দ্রের বিশেষ দলও৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির পরেই সরব হয়েছে বামেরা৷ বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, 'রাজায়-রাজায় যুদ্ধ হচ্ছে৷ রাজ্যের কোনও গাইডলাইন নেই৷ পরিযায়ীদের নিয়ে রাজনীতি হচ্ছে৷'
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য, পরিযায়ী শ্রমিকদের ফেরানো কেন্দ্রের দায়িত্ব৷ দায় ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার৷
যদিও রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, রাজ্যের এ বিষয়ে চিন্তাভাবনা করা উচিত৷ রাজ্য দায় ঝাড়তে পারে না৷ রাজ্য সরকার তাদের মনোভাব স্পষ্ট করুক৷