#কলকাতা: পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার৷ ট্রেনের জন্য আবেদন করছে না৷ রাজ্যের ভূমিকা যন্ত্রণাদায়ক৷ এমনই জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, চিঠিতে অমিত শাহ লিখেছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র৷ ট্রেনের জন্য আবেদন করছে না রাজ্য৷ কিন্তু রাজ্য সরকার কো-অপারেট করছে না৷ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার কী ভাবছে, তার উত্তরও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
Home Minister Amit Shah sent a letter to West Bengal CM Mamata Banerjee, expressing his dismay over the state government stonewalling efforts by the Centre to facilitate transportation of migrant labourers back to State.
Read @ANI Story | https://t.co/8cS8KhRk3c pic.twitter.com/fqnAadCY8I — ANI Digital (@ani_digital) May 9, 2020
করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চলছে৷ বাংলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে কেন্দ্রের হিসেব ও রাজ্য সরকারের হিসেব মিলছে না৷ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় লকডাউন ঠিক মতো মানা হচ্ছে না বলেও অভিযোগ তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ রাজ্যে ঘুরে গিয়েছে কেন্দ্রের বিশেষ দলও৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির পরেই সরব হয়েছে বামেরা৷ বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, 'রাজায়-রাজায় যুদ্ধ হচ্ছে৷ রাজ্যের কোনও গাইডলাইন নেই৷ পরিযায়ীদের নিয়ে রাজনীতি হচ্ছে৷'
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য, পরিযায়ী শ্রমিকদের ফেরানো কেন্দ্রের দায়িত্ব৷ দায় ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার৷
যদিও রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, রাজ্যের এ বিষয়ে চিন্তাভাবনা করা উচিত৷ রাজ্য দায় ঝাড়তে পারে না৷ রাজ্য সরকার তাদের মনোভাব স্পষ্ট করুক৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।