বিজেপিতে ফের করোনা ঝড়! কেদার-বদ্রী দর্শনের পরেই আক্রান্ত উমা ভারতী
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
উল্লেখ্য বিজেপিতে বড় সাংগঠনিক রদবদল হয়েছে গতকালই। ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয়েছে উমা ভারতীকে।
#হৃষিকেশ: করোনায় আক্রান্ত বিজেপির প্রথম সারির নেত্রী উমা ভারতী। রবিবার উমা ট্যুইটারে জানিয়েছেন তিনি করোনা আক্রান্ত। দিন তিনেক ধরেই হালকা জ্বরে ভুগছিলেন উমা। তারপরেই করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন তিনি। পরীক্ষার পর জানা যায় করোনা পজিটিভ। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
এদিন বেশ কয়েকটি ট্যুইট করেন উমা। একটি ট্যুইটে তিনি লেখেন, "আমি সমস্ত কোভিড বিধি অক্ষরে অক্ষরে পালন করেছি। সামাজিক দূরত্ব বিধি মেনেছি। তার পরেও আমার দেহে করোনা বাসা বেধেছে।" দিন কয়েক ধরেই তীর্থ ভ্রমণ শুরু করেছিলেন উমা। ২১ সেপ্টেম্বর কেদারনাথ যান তিনি। নিয়ম মেনেই সারেন পুজো পাঠ। ২৪ সেপ্টেম্বর তিনি গিয়েছিলেন বদ্রীনাথ। সংক্রমণ ধরা পড়ায় ছেদ পড়ল সেই যাত্রায়। আপাতত হৃষিকেশ এবং উত্তরাখণ্ডের মাঝামাঝি বন্দে মাতারম কু়ঞ্জ নামে একটি আবাসে নিজেক আইসোলেট করেছেন উমা।
advertisement
१) मै आपकी जानकारी मै यह डाल रही हू की मैंने आज अपनी पहाड़ की यात्रा के समाप्ति के अन्तिम दिन प्रशासन को आग्रह करके कोरोना टेस्ट के टीम को बुलवाया क्यूँकि मुझे ३ दिन से हलका बुख़ार था ।
— Uma Bharti (@umasribharti) September 26, 2020
advertisement
advertisement
२) मैंने हिमालय में कोविड के सभी विधिनिषेध एवं सोशल डिस्टंस का पालन किया फिर भी मै अभी क़ोरोना पोज़िटिव निकली हू ।
— Uma Bharti (@umasribharti) September 26, 2020
গাড়োয়ালের প্রধান মেডিক্যাল অফিসার মনোজ বহুখণ্ডী জানিয়েছেন, উমার দেখাসোনার দায়িত্বে যমকেশ্বর ব্লকে একটি মেডিক্যাল টিম নিযুক্ত রয়েছে।"
advertisement
উমার বক্তব্য কোনও তীর্থ থেকেই তাঁর শরীরে করোনা হানা দেয়নি। উমা সন্দেহ করছেন, ড্রাইভারের থেকেও সংক্রমিত হতে পারেন তিনি।
উল্লেখ্য বিজেপিতে বড় সাংগঠনিক রদবদল হয়েছে গতকালই। ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয়েছে উমা ভারতীকে।
Location :
First Published :
September 27, 2020 6:17 PM IST