থাকছে Ultraviolet Tunnels, লকডাউন উঠলেই যাত্রী বিমান পরিষেবার জন্য তৈরি দিল্লি বিমানবন্দর

Last Updated:

লকডাউন উঠে গেলে যাত্রী বিমান পরিষেবা চালু করার জন্য ভারতের বিভিন্ন শহরের বিমানবন্দরগুলি এখন তৈরি হচ্ছে ৷ মেনে চলা হবে বেশ কিছু গাইডলাইনও ৷

#নয়াদিল্লি: লকডাউনে আপাতত ১৭ মে-র আগে দেশে অন্তর্দেশীয় যাত্রী বিমান চলাচলের কোনও সম্ভাবনাই নেই ৷ লকডাউনের মেয়াদ আরও হয়তো বাড়বে ৷ তাই কবে থেকে দেশে পুনরায় চালু হবে যাত্রী বিমান পরিষেবা, তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি বিমান মন্ত্রক ৷ কিন্তু লকডাউন উঠে গেলে যাত্রী বিমান পরিষেবা চালু করার জন্য ভারতের বিভিন্ন শহরের বিমানবন্দরগুলি এখন তৈরি হচ্ছে ৷ দেওয়া হয়েছে বেশ কিছু গাইডলাইনও ৷
সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, দিল্লি বিমানবন্দরের শুধুমাত্র টার্মিনাল-৩ তেই যাত্রী বিমান পরিষেবা চালু হবে লকডাউন উঠে গেলে ৷ বাকি দুটি টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও সময় লাগবে বলে জানা গিয়েছে ৷ বিমানবন্দরে যাত্রীদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ চেক ইন কাউন্টারে বিভিন্ন মার্কিং করাও হয়েছে ৷ যাতে যাত্রীরা নিজেদের মধ্যে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখতে পারেন ৷ থাকছে থার্মাল স্ক্রিনিং এবং সমস্ত জায়গায় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ৷ সমস্ত ব্যাগেজ ট্রলিগুলিও যাতে জীবাণুমুক্ত থাকে, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে ৷
advertisement
advertisement
যাত্রীদের ব্যাগ এবার থেকে UV disinfection tunnel গুলি থেকে পাস হবে ৷ বিমানবন্দরের সমস্ত গেট, বিমানে ওঠার সময় এবং বিমানের ভিতরেও কী কী ব্যবস্থা নেওয়া হবে, সব কিছুরই মহড়া চলছে এখন ৷ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, আপাতত বেশ কিছুদিনের জন্য তারা বিমানের সিটের মধ্যে থাকা IFE স্ক্রিন বন্ধ রাখছে ৷ অর্থাৎ যাত্রীদের জন্য কোনওপ্রকার ইনফ্লাইট এন্টারটেনমেন্টের ব্যবস্থা বিমানের ভিতর থাকবে না বলেই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
থাকছে Ultraviolet Tunnels, লকডাউন উঠলেই যাত্রী বিমান পরিষেবার জন্য তৈরি দিল্লি বিমানবন্দর
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement