থাকছে Ultraviolet Tunnels, লকডাউন উঠলেই যাত্রী বিমান পরিষেবার জন্য তৈরি দিল্লি বিমানবন্দর

Last Updated:

লকডাউন উঠে গেলে যাত্রী বিমান পরিষেবা চালু করার জন্য ভারতের বিভিন্ন শহরের বিমানবন্দরগুলি এখন তৈরি হচ্ছে ৷ মেনে চলা হবে বেশ কিছু গাইডলাইনও ৷

#নয়াদিল্লি: লকডাউনে আপাতত ১৭ মে-র আগে দেশে অন্তর্দেশীয় যাত্রী বিমান চলাচলের কোনও সম্ভাবনাই নেই ৷ লকডাউনের মেয়াদ আরও হয়তো বাড়বে ৷ তাই কবে থেকে দেশে পুনরায় চালু হবে যাত্রী বিমান পরিষেবা, তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি বিমান মন্ত্রক ৷ কিন্তু লকডাউন উঠে গেলে যাত্রী বিমান পরিষেবা চালু করার জন্য ভারতের বিভিন্ন শহরের বিমানবন্দরগুলি এখন তৈরি হচ্ছে ৷ দেওয়া হয়েছে বেশ কিছু গাইডলাইনও ৷
সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, দিল্লি বিমানবন্দরের শুধুমাত্র টার্মিনাল-৩ তেই যাত্রী বিমান পরিষেবা চালু হবে লকডাউন উঠে গেলে ৷ বাকি দুটি টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও সময় লাগবে বলে জানা গিয়েছে ৷ বিমানবন্দরে যাত্রীদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ চেক ইন কাউন্টারে বিভিন্ন মার্কিং করাও হয়েছে ৷ যাতে যাত্রীরা নিজেদের মধ্যে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখতে পারেন ৷ থাকছে থার্মাল স্ক্রিনিং এবং সমস্ত জায়গায় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ৷ সমস্ত ব্যাগেজ ট্রলিগুলিও যাতে জীবাণুমুক্ত থাকে, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে ৷
advertisement
advertisement
যাত্রীদের ব্যাগ এবার থেকে UV disinfection tunnel গুলি থেকে পাস হবে ৷ বিমানবন্দরের সমস্ত গেট, বিমানে ওঠার সময় এবং বিমানের ভিতরেও কী কী ব্যবস্থা নেওয়া হবে, সব কিছুরই মহড়া চলছে এখন ৷ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, আপাতত বেশ কিছুদিনের জন্য তারা বিমানের সিটের মধ্যে থাকা IFE স্ক্রিন বন্ধ রাখছে ৷ অর্থাৎ যাত্রীদের জন্য কোনওপ্রকার ইনফ্লাইট এন্টারটেনমেন্টের ব্যবস্থা বিমানের ভিতর থাকবে না বলেই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
থাকছে Ultraviolet Tunnels, লকডাউন উঠলেই যাত্রী বিমান পরিষেবার জন্য তৈরি দিল্লি বিমানবন্দর
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement