আশার খবর! করোনা ভ্যাকসিন নেওয়ার পর সুস্থই আছেন স্বেচ্ছাসেবী এলিসা গ্রানাটো
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
গত শনিবার, মানে দিন দুয়েক আগে এলিসার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
#লন্ডন: তাঁকে এখন বিশ্বজুড়ে সবাই বাহবা দিচ্ছে। মৃত্যু হতে পারে জেনেও চিকিৎসক এলিসা গ্রানাটো করোনা ভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছিলেন স্বেচ্ছায়। যাতে গবেষণা পরিণতি পায়, পৃথিবী মুক্তি পায় এই ভয়ানক রোগ থেকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেই পরীক্ষা হয়েছে। তারপরই খবর রটে যায়, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন স্বেচ্ছাসেবী। মারা গেছেন বলেও দাবি করা হয় বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। কিন্তু আশার খবর, তিনি সুস্থ আছেন।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তিনি। তাঁর শরীরে কোনওরকম কোনও অসুবিধা এখনও পর্যন্ত হয়। পরিবারের লোকেদের সঙ্গে গ্রুপ চ্যাটে কথা হয়েছে তাঁরা। পরিবারের মানুষদের তিনি আশ্বস্ত করেছেন, মৃত্যুর গুজব যে পরিবারের লোকেরা বিশ্বাস না করেন, তিনি ভাল আছেন। পেশার মাইক্রোবায়োলজিস্ট এলিসা জানিয়েছেন, প্রতিটি দিন তিনি উপভোগ করছেন। উপভোগ করছেন গ্রীষ্মের রোদ।
advertisement
গত শনিবার, মানে দিন দুয়েক আগে এলিসার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরই অনেকেই উদ্বীগ্ন হন যে তাহলে কী ভ্যাকসিনের পরীক্ষা ব্যর্থ হল? সেই দাবিকে উড়িয়ে দিয়ে অক্সফোর্ড গবেষণা দলের প্রধান অ্যান্ড্রু পোলার্ড বলেছেন, ‘এই ধরনের গুজব করোনা মোকাবিলার গবেষণায় বাধা সৃষ্টি করতে পারে। এমন গুজব সত্যই ছড়াতে দেওয়া যায় না।’
advertisement
Location :
First Published :
April 27, 2020 4:05 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আশার খবর! করোনা ভ্যাকসিন নেওয়ার পর সুস্থই আছেন স্বেচ্ছাসেবী এলিসা গ্রানাটো