রাজ্যে দুই জেলা ‘‌করোনা হটস্পট’‌, দেখুন আপনার জেলা করোনার কেন্দ্র কি না!‌

Last Updated:

‌করোনা হটস্পটগুলিতে আরও বেশিদিন লকডাউন চলবে কি না, তা এখনও স্পষ্ট করেনি প্রশাসন।

 #‌নয়া দিল্লি:‌ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল দেশে মোট ৪২ টি হটস্পট চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বলা হয়েছে, যে অঞ্চলগুলিতে ২০ জনের বেশি করোনা আক্রান্ত রয়েছে, সেই জায়গাগুলিকে করোনা হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দেশের আগ্রা, কোয়েম্বাতুর, মেরঠ সহ বেশ মোট ৪২টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে দিক্ষণ ও পূর্ব দিল্লি। তবে রাজ্যের দুটি জেলাকে করোনা হটস্পট বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে হাওড়া জেলা, এছাড়া রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই দুই জেলাতেই প্রথম থেকে ধাপে ধাপে বেশ কয়েকজন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
এরপরেই স্বাভাবিক কারণে প্রশ্ন আসছে লকডাউন নিয়ে। কারণ, অনেক ইঙ্গিতেই বলা হয়েছে, করোনা হটস্পটগুলিতে এর পরেও দীর্ঘদিন ধরে চলতে পারে লকডাউন। সেক্ষেত্রে বাকি অংশে স্বাভাবিক কাজকর্ম হলেও হটস্পটগুলিতে নিয়ন্ত্রিত হতে পারে চলাচল। যদি তাই হয়, তাহলে রাজ্যের দুই জেলা, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতে এই নিয়ন্ত্রণ বা বিশেষ নজরদারি চলতেই পারে। কিন্তু এই নিয়েও স্পষ্ট করে কোনো ইঙ্গিত দেয়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪২১, এবং মৃতের সংখ্যা ১১৭। লকডাউনের সামগ্রিক পরিস্থিতি নিয়েও এই সাংবাদিক বৈঠকে উত্তর দিতে চায়নি প্রশাসন। বলা হয়েছে, করোনার পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। যে সময় একটা সিদ্ধান্ত হবে, সেই সময়েই তা সংবাদমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
রাজ্যে দুই জেলা ‘‌করোনা হটস্পট’‌, দেখুন আপনার জেলা করোনার কেন্দ্র কি না!‌
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement