লকডাউন মানা হচ্ছে না বাংলায়, রাজ্যে জোড়া প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র

Last Updated:

জানা গিয়েছে, প্রতিটি প্রতিনিধি দলে পাঁচজন করে সদস্য থাকবেন৷ কলকাতা সহ সাতটি জেলায় ঘুরবেন প্রতিনিধি দলের সদস্যরা৷

#নয়াদিল্লি: রাজ্যে লকডাউন ঠিক মতো মানা হচ্ছে না বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এবার রাজ্যের লকডাউন পরস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে দু'টি কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে থাকবেন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিনিধিরা৷ রাজ্যের মোট সাতটি জেলায় ঘুরবেন প্রতিনিধি দলের সদস্যরা৷
জানা গিয়েছে, প্রতিটি প্রতিনিধি দলে পাঁচজন করে সদস্য থাকবেন৷ কলকাতা সহ সাতটি জেলায় ঘুরবেন প্রতিনিধি দলের সদস্যরা৷ যে জেলাগুলিতে কেন্দ্রীয় প্রতিনিধিরা যাবেন তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং৷
দুই থেকে তিন দিনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এসে পৌঁছবেন৷ এই জেলাগুলিতে লকডাউনের বাস্তব ছবি থতিয়ে দেখবেন তাঁরা৷
advertisement
advertisement
যে জেলাগুলিতে সংক্রমণের হার সবথেকে বেশি এবং যেখানে লকডাউন নিয়ে বিধিভঙ্গ হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর রয়েছে, সেই জেলাগুলিকেই প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে৷ ওই সাত জেলায় বিধিভঙ্গ হয়েছে বলে রাজ্যকে সতর্ক করে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
এই জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, কালিম্পংয়ে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে দাবি রাজ্যের৷ যদিও সেই জেলাগুলিতেও যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও রিপোর্ট দেবেন প্রতিনিধি দলের সদস্যরা৷
advertisement
জেলাগুলিতে গিয়ে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখে সেখানে জরুরি পণ্যের সরবরাহ ঠিক আছে কিনা, স্বাস্থ্য পরিষেবার কী হাল, চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই এবং সুরক্ষা সরঞ্জাম রয়েছে কিনা, তাও খতিয়ে দেখবেন তাঁরা৷ পাশাপাশি শ্রমিক এবং দরিদ্রদের যে শিবিরগুলিতে রাখা হয়েছে, সেখানেও যেতে পারেন তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউন মানা হচ্ছে না বাংলায়, রাজ্যে জোড়া প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement