আমেরিকার অবস্থা ভয়াবহ ! বিশ্বজুড়ে করোনায় মৃত ১ লক্ষ ৯১ হাজার

Last Updated:

বিশ্বে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৭ লক্ষ পেরিয়েছে ৷ কোভিড-১৯-এ মোট আক্রান্ত ২,৭২৫,৪৮৭ জন ৷

#নিউইয়র্ক: করোনায় এখন ভয়ঙ্কর অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ গোটা বিশ্বেই হু হু করে বাড়ছে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ বিশ্বে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৭ লক্ষ পেরিয়েছে ৷ COVID-19-এ মোট সংক্রমিত ২,৭২৫,৪৮৭ জন ৷ মৃত এখনও পর্যন্ত ১৯১,০৫৭ জন ৷ পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৫,৮২৪ জন ৷
Courtesy: Coronavirus Worldometers Courtesy: Coronavirus Worldometers
এদিকে মার্কিন অনুদান নিয়ে এবার ট্রাম্প প্রশাসনকে ‘গুগলি’ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। হু প্রধানের বক্তব্য, মার্কিন অনুদান বন্ধের সিদ্ধান্ত সাময়িক বলেই আশা করছেন তাঁরা। তাদের আশা, ৬০ দিন পর এই অনুদান চালু হবে। ৬০ দিন কেন? কারণ ৬০ দিন পর্যন্ত গ্রিন কার্ড ইস্যু স্থগিত রেখেছে ট্রাম্প প্রশাসন।
advertisement
advertisement
নেটিজেনরা বলছে, WHO প্রধানের গুগলি। ট্যুইটারেও সেটাই ট্রেন্ড। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে একটি আবেদন রাখেন হু-প্রধান Tedros Adhanom Ghebreyesus। আবেদন ঠিক নয়, বরং প্রত্যাশা। যে, WHO-কে অনুদান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন।
WHO প্রধান জানান, ‘‘আমরা নিশ্চিত, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত সাময়িক। আমেরিকা ৬০ দিন পর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে, এ ব্যাপারেও আমরা নিশ্চিত। সবকিছু ঠিক হয়ে যাবে। কয়েকদিন অপেক্ষা করতে আমরা তৈরি ৷ ’’
advertisement
কয়েকদিন আগেই হু-কে অনুদান দেওয়া বন্ধের সিদ্ধান্ত জানান ট্রাম্প ৷ কিন্তু ৬০ দিনের প্রসঙ্গও তো সে সময়ে মার্কিন প্রেসিডেন্ট মুখ ফসকেও বলেননি। WHO প্রধান তা হলে কীভাবে নিজেই সেই প্রসঙ্গ আনলেন? বলা হচ্ছে,এটাই WHO প্রধানের গুগলি। দুটি সম্পুর্ণ আলাদা বিষয়কে জুড়েই WHO প্রধানের গুগলি। ঘ্রেবেইসাস কি বুঝিয়ে দিলেন, ট্রাম্পের মতো তিনিও দুঁদে রাজনীতিক। একই সঙ্গে WHO প্রধানের পদ থেকে ইস্তফার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন ঘ্রেবেইসাস। একেবারে রাজনীতিকের মতোই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আমেরিকার অবস্থা ভয়াবহ ! বিশ্বজুড়ে করোনায় মৃত ১ লক্ষ ৯১ হাজার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement